Header Ads

বুক কাঁপানো মেঘ গর্জন ঝড় বৃষ্টি এতটুকু ঠান্ডা দিলনা উষ্ণতা থেকেই গেল

অমল গুপ্ত ,৫ জুন ,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ  পশ্চিমবঙ্গ : আজ  ‌৫ জুন বিশ্ব পরিবেশ দিবস  এবার এই দিবসের থিম হচ্ছে প্লাস্টিক দূষণ থেকে প্রতিরোধ  গড়ে তুলুন। গতকালের তীব্র মেঘ গর্জন বিদ্যুৎ চমকানোর বৃষ্টি জল উষ্ণতা এত টুকু কমলো না ,তীব্র গরম ৪০ ডিগ্রি উষ্ণতা ছুঁতে সময় লাগবে না। এর আগেও বিশ্ব পরিবেশ দিবসে প্লাস্টিক বর্জন  কে থিম করা হয়েছিল।কাজের কাজ কিছুই হয়নি। আমাদের সমগ্র জীবনকে বিষ প্লাস্টিক আবর্জনা জড়িয়ে আছে। প্রধানমন্ত্রীর প্লাস্টিক মুক্ত পরিবেশ মুক্ত জীবনের আহবান দেশ বাসী গুরুত্ত দেই নি।ভারতের প্রতিটি শহর গ্রাম গঞ্জ  নদনদী  নালা নর্দমা প্লাস্টিক আবর্জনা ভরে গেছে।প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লিতে বৃক্ষ রোপণ  করে পরিবেশ দিবসের সূচনা করেন।আরাবল্লি পাহাড় এলাকা  সবুজায়ন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।এবার পরিবেশ দিবসে থিম প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলা। বিজ্ঞানীরা এবার প্লাস্টিক গুঁড়া বা মাইক্রো প্লাস্টিক সম্পর্কে মানুষকে সাবধান অসতর্ক করে দিয়েছে।  প্লাস্টিক জলের বোতল থেকে শুরু করে প্লাস্টিক গড়া সামগ্রী নিষিদ্ধ করার কথা বলেছে। প্লাস্টিক বোতল বন্ধ হবে কি। বিজ্ঞানীদের সতর্ক বার্তা প্লাস্টিক  গুঁড়ো মানুষের শরীরে মকে মুখে  ঢুকে যাচ্ছে।স্বাস প্রশ্বাস পর্যন্ত প্রভাব বিস্তার করছে। মারাত্বক ভয়ের ব্যাপার।এর ফলে ক্যান্সার,  সর্দি কাশি জর বুকে ব্যাথা  হাঁপানি ইত্যাদি রোগ মারাত্বক বেড়ে গেছে। শুধু জল নয় প্রতিটি প্রাকৃতিক সম্পদ নদনদী পাহাড় পর্বত জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে। শুদ্ধ পানীয় জলের অভাবে ভারত ভুগছে।  সারা দেশে পানীয়  শুদ্ধ জলের জন্যে হাহাকার।জল নিয়ে  মারপিট সর্বত্র । আবার  করোনা সংক্রমণ আসছে। দেশের মানুষকে আবার মাস্ক পড়ে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেশের ১৪০ কোটি মানুষ কি দুবেলা হাত ধোয়ার পরিষ্কার শুদ্ধ জল আছে  কি?  জল বৃষ্টির  উৎস   অক্সিজেন সেই অক্সিজেনের উৎস সবুজ বনজঙ্গল।সবুজ বন পাহাড় সব ক্ষেত্রে ধ্বংস অব্যাহত ,দেশের মানুষ সবুজ গাছ লাগান না শুধুই কাটে।ভারতের  সরকার   রাস্তা ঘাট নির্মাণ  টানেল নির্মাণ আর জাতীয় সড়কের পাশে বড় বড় সব গাছ কেটে ফেলা হচ্ছে। সংসদে আলো করে বসে  আছেন ৫০০ বেশি সংসদ  ,নেতা মন্ত্রী তাদের অধিকাংশের প্রধান লক্ষ্য পকেট ভারী করা ব্যক্তিগত সম্পদ  বৃদ্ধি , অধিকাংশ দুর্নীতিপরায়ণ নেতা।দেশের প্রতি মানুষের প্রতি দায়বদ্ধ থাকা উচিত।সে কথা ভুলেই গেছে। দেশের পাহাড় প্রকৃতি সবুজ জঙ্গল ধংস  বেড়েই চলছে।একজন রাজনীতিবিদ কি দেশের পরিবেশ প্রকৃতি নিয়ে ভাবছেন। ভূগর্ভের জল ফুরিয়ে  যেতে বসেছে। দেশের  প্রধান নদী গঙ্গা  যমুনা ,ব্রহ্মপুত্র সহ ৪৫ টি নদীর জল দূষিত। পবিত্র গঙ্গা ও দূষিত। দেশের প্রতিটি পথ ঘাট প্লাস্টিক আবর্জনা তে ভরে গেছে।নিকাশি ব্যাবস্থা জ্যাম। ডাস্টবিন সব প্লাস্টিক ভরা।প্রধাণমন্ত্রী  দেশে প্লাস্টিক মুক্ত দেশ গড়ার অঙ্গীকার করে ছিলেন।সব অঙ্গীকার ব্যর্থ।দেশের মানুষ পরিবেশ বিরোধী।গাছ রোপণ করে না শুধুই কাটে। ভারতে মাথা পিছু গাছের সংখ্যা মাত্র২৬ টি জার্মান সাড়ে তিন হাজার।বড় লজ্জা বড় পরিতাপের   কথা দেশের পরিবেশ নিয়ে কেউ ভাবে না।বাতাসে কার্বন ডাইঅক্সাইড,নাইট্রাস অক্সাইড , কারবানমনাইক্সড,মত গ্যাস বেড়ে গেলে বায়ু  উত্তপ্ত হয়ে ওঠে।বাতাস গরম হয়।এর ফলে প্রকৃতিক বিপর্যয় ঘনিয়ে আসে বার বার। ভূগর্ভের খনিজ সম্পদ লুট চলছে। তেল গ্যাস কয়লা অভ্র লোহর খানি অবাধ লুণ্ঠন ।অপরিকল্পিত ভাবে খনিজ সম্পদ  ,সঙ্গে হাজার বর্গা জঙ্গল ধংস ,জলের উৎস ধংস আন্দামানের এক দ্বীপ এর জঙ্গল সাফ করা হচ্ছে।বহুজাতিক সংস্থা কে  জঙ্গল সাফায়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতে আর জঙ্গল থাকবে না।  আজ ,৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে সবাই অঙ্গীকার করবে শপথ নেবে। কিন্তু সবুজায়ন কোথায় হচ্ছে? আমার ক্রমশ খাদের দিকে এগিয়ে যাচ্ছি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.