Header Ads

বন্ধ কি হবে না প্লাস্টিক ?

বন্ধ কি হবে না প্লাস্টিক ?
;মৌমিতা দাস 
  যেখানেই যায় যেদিকে তাকাই শুধু প্লাস্টিক আর প্লাস্টিক। প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে বার্তা দিয়েছেন প্লাস্টিক বন্ধ করার জন্য। এমন কি আমরা প্রধানমন্ত্রী কে দেখেছিলাম কোনো‌ এক সমুদ্রের ধারে প্লাস্টিক কুড়াতে। তিনি প্লাস্টিক কুড়ানোর মাধ্যমে দেশবাসী কে একটি মেসেজ দিতি চেয়েছিলেন যে তোমরা ও এই দেশ কে প্লাস্টিক মুক্তি করো। প্লাস্টিক ই এমন একটি পদার্থ যে পদার্থ পচনশীল নয়। এই পরিবেশ কে নষ্ট করে দিচ্ছে এই প্লাস্টিক। এই বিশ্ব পরিবেশ দিবসে আমাদের একটি আবেদন যে প্লাস্টিক বন্ধ করা হোক। 
  চোখের নিমেষে চারিদিকের বন, বড় বড় বাগান, গাছ, পুকুর সব যেন একে একে স্মৃতির পাতায় ঠাঁই নিচ্ছে। এক সময় আমরা বন্ধুবান্ধব দল বেঁধে সেখানে কত খেলেছি, মহানন্দে গাছ থেকে পেড়ে ফল খেয়েছি। তখন সত্যিই প্রকৃতি ছিল সবুজে ঘেরা, পাখিদের কলতানে ভরা, প্রাণবন্ত, উজ্জীবিত ও সতেজ। আপন ছন্দে পৃথিবী ছিল আমাদের বাসযোগ্য পরিবেশের সজীবতায়। বর্তমানে ঘৃণা-বিদ্বেষ, হিংসা, অস্থিরতা, অসহিষ্ণুতা, সাম্রাজ্যবাদ সর্বোপরি আগ্ৰাসী মনোভাবের জন্য ভেঙে পড়ছে বিশ্ব  শান্তি, সম্প্রীতি, সৌহার্দ ও মানবতাবাদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.