Header Ads

ব্যাঙ্গালুরু ১৮ বছর পর জয় পেলো পদপিষ্ট হয়ে সাতজনের মৃত্যু

আঠারো বছর, আঠারোর স্বপ্নপূরণ 

 আঠারো বছরের অপেক্ষার অবসান ঘটল আমদাবাদে আঠারো নম্বর জার্সির হাতে অবশেষে উঠল আইপিএল ট্রফি। এত দিন ধরে যে ট্রফি অধরা ছিল বিরাট কোহলির কাছে, মঙ্গলবার সেই ট্রফিরই মালিক হয়ে গেল কিংবদন্তি ব্যাটসম্যান।
      এই ট্রফিটা যে কতটা মহার্ঘ বিরাটের কাছে, তা বোঝা গেল একটা দৃশ্যে। শেষ ওভারে পঞ্জাব কিংসের জেতার জন্য প্রয়োজন ছিল ২৯। প্রথম দু'টো বলে কোনও রান না হওয়ায় পরেই আইপিএল ফাইনালের ভাগ্য ঠিক হয়ে যায়। তখনই আবেগে দু'হাতে মুখ ঢেকে ফেলেছিল বিরাট। ওভারের শেষ বলটা হওয়ার সঙ্গে সঙ্গেই মাটিতে হাঁটু মুড়ে বসে পড়ল বিরাট। প্রায় মিনিট খানেক ওই ভাবে বসে থাকার পরে কিং কোহলি যখন উঠে দাঁড়াল, তখন ক্যামেরায় ধরা পড়েছে বিরাটর মুখ। দু'চোখ চিকচিক করছে তার। ক্রিকেট জীবনে অনেক সম্মান, অনেক ট্রফি জিতেছে বিরাট। কিন্ত এই ট্রফির মূল্য সম্পবত ওর কাছে আলাদা। আজ  খেলোয়াড়দের দেখার জন্যে   উন্মাদনা তে ভিড়ের চেপে তিনজন পদ পৃষ্ট হয়ে মারা গেছে।নিজের রাজ্যে ব্যাঙ্গালুরু তে সম্বর্ধনা অনুষ্ঠানে ভিড়ের চাপে 7জন মারা গেছে বলে খবর এসেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.