Header Ads

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট বাংলাতে প্রেস কনফারেন্সে করলেন বরাক উপত্যকাতে

অমল গুপ্ত ,৪ জুন ,গুয়াহাটি ,শিলচর: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাকের বন্যা দুর্গত মানুষদের কাছে গিয়ে বন্যা বিপর্যস্ত মানুষদের  খবর খবর নেন। বরাকের সরকারি ভাষা বাংলা ভাষাতে বরাকের মানুষের সঙ্গে কথা বলেন। তিনি গুয়াহাটি ভরলু  নদীর তুলনা করে বলেন   সেখানে জল বেরোনোর পাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে। শিলচর ও করা সম্ভব। বরাক বন্যা দুর্গত মানুষ পানীয় জল পাচ্ছেন না অথচ হাইলাকান্দি সৎসঙ্গ আশ্রম  বাসিন্দারা  দামী ফিল্টার জলে স্নান করছেন বলে এক বাসিন্দা দাবি করেন নিউজ লাইফ বাংলা চ্যানেলের কাছে।জেলার তিন লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। মুখ্যমন্ত্রী বন্যা প্রতিরোধে ত্রাণ পুনর্বাসনে ব্যবস্থা করেছেন। জটিল রোগ সংক্রান্ত এক হাসপাতালের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। মুখ্যমন্ত্রীর সাংবাদিক সন্মেলনে বিধায়ক সোম কে একটা চেয়ারে পর্যন্ত দেওয়া হয়নি।ঠাঁই দাঁড়িয়ে থাকলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.