এবিপি আনন্দ প্রধান সুমন দে কে পুলিশের হুমকি
অমল গুপ্ত ,কোলকাতা বীরভূমের এমন কোনো নদী নেই বালি তোলা হয়নি ।এমন কোনো পাহাড় খানি নেই কয়লা পাথর তোলা হয়না। বীরভূম জেলার এমন কোনো গরু নেই যা পাচার হয়না। সেই সব বেআইনি কাজের সঙ্গে জেলার তৃনমূল নেতাদের সম্পর্ক নিয়ে বলার অপেক্ষা রাখে না।সেই জেলার নেতা অনুব্রত মণ্ডল তার দূর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন এবিপি আনন্দ র মুখ্য সম্পাদক সুমন দে , এবিপি আনন্দ অনুব্রত মণ্ডলের অভিযোগ মত এক পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ বারবার কেন দেখানো হচ্ছে।সেই অভিযোগ বীরভূম জেলার লিগ্যাল সেলের পক্ষ থেকে এবিপি আনন্দ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তথা এবিপি আনন্দ মুখ্য সম্পাদক সুমন দে কে পুলিশি নোটিশ পাঠানো হয়। রাজ্যের বুদ্ধিজীবীদের অধিকাংশের মেরুদন্ড নেই শাসকের ভয়ে গর্তে মুখ লুকিয়েছে।প্রতিবাদ করার সাহস নেই। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা অব্যাহত।
কোন মন্তব্য নেই