Header Ads

দেশের জনগণনা শুরু হচ্ছে

জনগণনা শুরু করবে কেন্দ্র, বিজ্ঞপ্তি ১৬ই 

 অবশেষে নরেন্দ্র মোদী সরকার জনগণনার সিদ্ধান্ত ঘোষণা করল। ২০২১-এ যে জনগণনা হওয়ার কথা ছিল, সেই জনগণনা ২০২৭-র শেষ করা হবে। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১৬ জুন জনগণনার বিজ্ঞাপ্তি জারি হবে। মোদী সরকারের আগের ঘোষণা অনুযায়ী, জনগণনার সঙ্গে চলবে জাতগণনার কাজও।
   সরকারি সূত্রের খবর, ১৬ জুন জনগণনার বিজ্ঞপ্তি জারির দিন থেকেই জনগণনার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। জনগণনার বাড়ির তালিকা তৈরি বা 'হাউস লিস্টিং' - এর কাজ হবে ২০২৬ এর ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। তার পরে ২০২৭-এর ফেব্রুয়ারিতে চুড়ান্ত পর্বে জনসংখ্যা গোনা বা আক্ষরিক জনগণনার কাজ হবে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জনগণনার কাজ আগামী ২০২৭ সালের ১ মার্চের মধ্যে সেরে ফেলা হবে। সঙ্গে জাতি গণনাও হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.