Header Ads

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ বেড়ে ৫৩৮

বাংলায় দৈনিক আক্রান্ত শতাধিক 

 বঙ্গেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী, চিকিৎসাধীন করোনা আক্রান্ত ৫৩৮ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৬ জন। তবে মৃত্যুর খবর নেই। পরিসংখ্যান অনুযায়ী, দেশে এক দিনে চিহ্নিত রোগীর সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে রয়েছে বঙ্গে। রিজ্যের প্রতিটি হাসপাতালের পরিকাঠামো সংক্রান্ত রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দফতর। কোভিড পজিটিভ আসা নমুনা জিনোম সিকোয়েন্সং-এ পাঠানো হচ্ছে। চিকিৎসাকদের মতে, এক দিনে ১০৬ জন চিহ্নিত হওয়ার বিষয়টি কিচ্ছুটা উদ্বেগের। সূত্রের খবর, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত সাত মাসের শিশুটির অবস্থার উন্নতি হচ্ছে। লালবাজার সূত্রের খবর, পাঁচ পুলিশকর্মী আক্রান্ত। তার মধ্যে দু'জন হাসপাতালে ভর্তি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.