বহু প্রতীক্ষিত কামাখ্যা মন্দিরের দ্বার ২,৫৬ মিনিটে বন্ধ হয় প্রবৃত্তি শুরু ,
অমল গুপ্ত ,গুয়াহাটি ,২২ জুন : অসমের প্রায় হাজার ফুট উচ্চতায় অবস্থিত নীলাচল পাহাড়ের কামাখ্যা মন্দির বিখ্যাত অম্বুবাচী মেলা তে তিল ধারণের ঠাঁই নেই দেশ বিদেশের সাধু সন্তাদের সমাবেশে গম গম করছে মন্দির প্রাঙ্গণ। আজ থেকে মা ঋতুমতী হলেন মন্দির দ্বার বন্ধ হল আগামী ২৬ জুন ভোররাত তিনটায় নিবৃত্তি ।সেই তিনদিন অসমের জন জীবন থমকে যায়।এবার অসমের রানি বনাঞ্চলের গ্রামীণ জীবনের স্বাদ পেলাম । বেলা ২,৫৬ মিনিটের আগে সব দেবালয় বন্ধ হয়ে যায়। সব ধরনের কৃষি কাজ বন্ধ থাকে। মাটিতে লাঙ্গল পড়ে না।গাছপালা কাটা হয়না। আগামী ২৬ জুনের নৃবৃত্তির পর মন্দির দ্বার খুলে দেওয়া হয়।কয়েক লাখ ভক্ত বিশেষ করে হিন্দু বিধবা অধীর আগ্রহে শবরীর প্রতীক্ষা নিয়ে সমবেত হন। প্রায় ৫০০ সি সি ক্যামেরার দৃষ্টি মাঝে কয়েক লাখ ভক্ত প্রাণ মানুষের মন্ত্র মুগ্ধ দৃষ্টি অন্ত পড়বে ২৬ জুনের ভোররাতে। নীলাচল পাহাড় ঘুমায় না চারদিন জেগে থাকে। বৃষ্টি স্নাত সবুজ পাহাড় এক অপার রহস্য ,তন্ত্র সাধনার পীঠস্থান কামাখ্যা বিশ্বের দরবারে বিশেষ ঠাঁই পেয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাতের দিকে কামাখ্যা দর্শন না করার পরামর্শ দেন। কারণ হিসাবে বলেন নীলাচল পাহাড় ভূমি স্খলন হতে পারে।
কোন মন্তব্য নেই