Header Ads

আর্ন্তজাতিক চড়ুই ভাতি দিবস

চড়ুইভাতি দিবস 

 আজ, ১৮ জুন আন্তর্জাতিক পিকনিক দিবস। পিকনিক শব্দটির মধ্যেই জড়িয়ে আছে ফেলে আসা শৈশব, কৈশোরের কত মধুর স্মৃতি। পিকনিক যেন এক নিমিষে আমাদের আবারও ফিরিয়ে দেয় সই প্রাণবন্ত জীবনে। পিকনিক মানেই আনন্দের কিছু মুহূর্ত। পিকনিক হল মজা এবং বিনোদনের একটি মাধ্যমে, যা ছোট থেকে বড় সকলের মুখে হাসি ফুটিয়ে তোলা। পিকনিকের সুন্দর মুহূর্ত সারাজীবনের জন্য থেকে যায় স্মৃতিতে। সাধারণত পরিবার, বন্ধুবান্ধব, প্রিয় মানুষদের সঙ্গে পিকনিক করা হয়। বর্তমানে মানুষ এতটাই নিজের কাছে ব্যস্ত হয়ে পড়েছে যে একে অপরের সঙ্গে সেই ভাবে কথাই বলা হয়ে ওঠে না। আন্তর্জাতিক পিকনিক দিবসের উদ্দেশ্য, একটা দিন আরও একবার বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে প্রকৃতির মাঝখানে সময় কাটানোর সুযোগ করে দেওয়া গোটা একটা দিন নির্ভেজাল আনন্দের মাঝে একটা দিন নির্ভেজাল আনন্দের মাঝে আপনি সহজে পেছনে ফেলে দিতে পারবেন আপনার যাবতীয় দুশ্চিন্তা এবং মানসিক উদ্বেগ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.