" বাংলা সংবিধান হত্যা দিবস পালন করবে না"
অমল গুপ্ত ,পশ্চিমবঙ্গ কেন্দ্রের নির্দেশ মেনে ২৫ জুন সংবিধান হত্যা দিবস পালন করবে না।২০ জুন বাংলার জন্মদিবস, ও পালন করবে না। পয়লা বৈশাখে বাংলা জন্ম দিবস পালন করবে। মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায় আজ কলকাতায় সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন দেশের সংবিধানের যুক্ত রাষ্ট্রীয় কাঠামো কে ধংস করা হচ্ছে। বলেন দেশের স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হচ্ছে।নেতাজি মৃত্যু রহস্য আজও উন্মোচন করা হল না। নেতাজীর গড়া পরিকল্পনা কমিশন বাতিল করে দেওয়া হল ।নীতি আয়োগ গঠন করা হল যার কোনো বৈঠকের কথা শুনা যায়না। বিপ্লবী ক্ষুদিরাম বসু কে সিং করে অপমান করা হল। তার অভিযোগ প্রধানমন্ত্রী বিদেশে ঘুরে বেড়াচ্ছেন আর স্বরাষ্ট্রমন্ত্রী বকলমে দেশ চালাচ্ছেন। হাইকোর্ট আজ ১০০ দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছেন।যা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলেছিল তৃনমূল সরকার।








কোন মন্তব্য নেই