অসমের কামাখ্যা ধামের দ্বার বন্ধ হবে ২২ জুন বেলা ২,৫৬মিনিটে খুলবে ২৬ জুন
অমল গুপ্ত , অসমের নীলাচল পাহাড় সেজে উঠেছে।এই পাহাড়ের কোলে কামাখ্যা ধাম মন্দির ঘিরে অম্বুবাচী মেলা প্রস্তুতি তুঙ্গে।অসম সরকার এই মেলা সফল করার জন্যে প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ করেছে। ২২ জুন দুপুর ২,৫৬ মিনিটে মন্দিরের দ্বার বন্ধ হবে। খুলবে ২৬ জুন। ভক্ত তীর্থ যাত্রীদের জন্যে ২৭ জুন থেকে খুলে দেওয়া হবে। কর্তৃপক্ষ আশা করছে এবার ৫ লাখ ভক্ত প্রাণ মানুষের সংখ্যা দাঁড়াবে। এবার মেলার ব্যবস্থা রাখা হয়নি। দুর্যোগ দপ্তর আগামী ১৮ -১৯ - ২০জুন গুয়াহাটি, মেঘালয় কমলা সতর্ক বার্তা জারি করেছে দুতিন দিন প্রচণ্ড ঝড় তুফান বৃষ্টির সম্ভাবনা। গুয়াহাটি গামী প্রতিটি ট্রেনে প্রচণ্ড ভিড়, সংরক্ষিত কোটা ফুরিয়ে যেতে বসেছে বলে রেল সূত্র দাবি করেছে। বরাকের হারাং সেতু ভেঙে পড়েছে।ভেঙে পড়ল silchar- কালাইন পথ যোগা যোগ বিচ্ছিন্ন। দুটি ট্রাকে সংঘর্ষের ফলে লোহার সেতু ভেঙে পড়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন থাকার ফলে কামাখ্যা ধামে বরাকের তীর্থ যাত্রী কম হবে। বর্ষার সময় বরাক নদীতে প্রাণের ঝুঁকি নিয়ে যাত্রীদের যাতায়াত করতে হচ্ছে। মণিপুর যাওয়ার পথ বন্ধ ।২০ জুন কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে।








কোন মন্তব্য নেই