Header Ads

আজকে রথ যাত্রা বাঙালির প্রাণের উৎসব

ঐতিহ্য টানে রথ ইতিহাস বয় অতীত কথা 
মৌমিতা দাস : কান্দি
 ভারতের ধর্মীয় উংসবসমূহের মধ্যে অন্যতম প্রাচীন ও বৃহং উংসব হল রথযাত্রা। শতাব্দীর পর শতাব্দী ধরে এই উংসব শুধু ভক্তি নয়, সামাজিক সাম্য, সংস্কৃতির বিকাশ, ধর্মীয় সহিষ্ণুতা ও মানুষের একতার প্রতীক হয়ে উঠেছে। ওড়িশার পুরী শহরে অবস্থিত শ্রী জগন্নাথ মন্দির এই উংসবের মূল কেন্দ্র হলেও এটি আজ সর্বভারতীয় এবং বিশ্বজনীন এক উংসবে পরিণত হয়েছে। রথযাত্রা যেন ঈশ্বরের প্রতি মানুষের আত্মসমর্পণ, সমাজের ভেদাভেদ ভুলে ঐক্যের হাত ধরে এগিয়ে চলা এক আধ্যাত্মিক যাত্রা। পৌরাণিক বর্ণনা অনুসারে, ভগবান শ্রীকৃষ্ণ, বললাম ও সুভদ্রা যখন কৌরব ও পাণ্ডবদের মধ্যে দ্বন্দ্বের, সময় কুরুক্ষেত্রের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সুভদ্রা ইচ্ছা প্রকাশ করেন ভ্রাতৃদ্বয়কে নিয়ে দ্বারকায় ভ্রমণের। এই ঘটনাকে কেন্দ্র করেই পরবর্তীকালে রথযাত্রার সূচনা হয় বলে জনশ্রুতি রয়েছে। অন্য একটি ব্যাখ্যা অনুযায়ী, ভগবান কৃষ্ণ নীলাচলে বিরাজ করছেন জগন্নাথ রূপে। তাঁর সেই রূপ, তাঁর জীবন ও লীলার স্মৃতিচিহ্ন রূপেই গড়ে ওঠে রথযাত্রার ঐতিহ্য।বাংলার সমুদ্র কিনারে দিঘা তে রথ যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। মাথার টা দীঘা রথ যাত্রা

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.