Header Ads

মুর্শিদাবাদ জেলার মেডিকেল কলেজ বেহাল অবস্থা

হাসপাতাল বেহাল 

 দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বহরমপুরের সদর হাসপাতাল। সেই হাসপাতাল চত্বরে গজিয়ে উঠেছে আগাছা। হাসপাতালকে নিয়ে কী বলছেন বহরমপুরবাসী,
   এক সময় জেলার মানুষের চিকিৎসার অন্যতম জায়গা ছিল বহরমপুর সদর হাসপাতাল।
    সৈদাবাদ, খাগড়া, কাশিমবাজার ও ভাগীরথীর পশ্চিমবঙ্গপাড়ের মানুষের নিকটবর্তী ছিল এই হাসপাতাল।
    মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হওয়ার সময়ে বহরমপুর সদর হাসপাতাল এবং মাতৃসদন ক্যাম্পাস মুর্শিদাবাদ মেডিক্যালকে দেওয়া হয়েছিল।
    পরে এখানে চিকিৎসা পরিষেবা বন্ধ হয়ে যায় 
    হাসপাতাল বন্ধ হওয়াতে ক্ষতির মুখে পড়েছে স্থানীয় ব্যবসায়ীরা।
   দ্রুত চালু হোক হাসপাতাল, চাইছেন শহরবাসী।
     বহরমপুরের পশ্চিমপাড়, সৈদাবাদ, কাশিমবাজার, খাগড়া এলাকার মানুষের কাছে ছিল এই হাসপাতাল। এই হাসপাতাল ফের চালু হলে আমাদের সকলেরই সুবিধা হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.