বরাক এ প্রাক্তন আকসা সদস্যদের কমিটি গঠন
নয়া ঠাহর সংবাদদাতা
গঠিত হল প্রাক্তনী আকসার কেন্দ্রীয় কমিটি,ছাত্র যুবা এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিয়ে কাজ করার অঙ্গীকার।
১৯৯৪ সালে আসাম বিশ্ববিদ্যালয় আন্দোলন শেষ হবার প্রায় ত্রিশ বছর পর আকসার প্রতিষ্ঠাতা সদস্যদের উদ্যোগে তৈরি হল প্রাক্তনী আকসার কেন্দ্রীয় কমিটি। আজ শিলচরে অনুষ্ঠিত এক সভায় এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে এই কমিটির মুখ্য আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আকসার প্রতিষ্ঠাতা সহ সভাপতি অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর এবং মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক নির্বাচিত হয়েছেন আকসার প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক পার্থ রঞ্জন চক্রবর্তী।
এছাড়া আহ্বায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন আকসার প্রতিষ্ঠাতা পদাধিকারীদের মধ্যে প্রমোদ শ্রীবাস্তব, গীতেশ রঞ্জন পাল , পঙ্কজ কান্তি দেবরায় এবং সালেহা খানম ।
সর্বসম্মতিক্রমে এই কমিটির পৃষ্ঠপোষক হিসেবে আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়ের নাম চূড়ান্ত করা হয়েছে।
পরে মুখ্য আহ্বায়ক হিলাল উদ্দিন লস্কর বলেন যে এই কমিটি বরাক উপত্যকার ছাত্র এবং যুবকদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে যাবে। আসাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার সমাধান ও উন্নয়নও তাঁদের লক্ষ্য থাকবে বলে জানান তিনি।এছাড়া এদিনের সভায় আগামীতে করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা ভিত্তিক কমিটি গঠন ছাড়াও আসাম বিশ্ববিদ্যালয়েও সত্বর এই সংগঠনের একটি শাখা তৈরি করা হবে বলে এদিন জানিয়েছেন উপস্থিত সদস্যরা।
প্রাক্তনী আকসার পক্ষ থেকে গীতেশ রঞ্জন পাল এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।
কোন মন্তব্য নেই