

অমল গুপ্ত গুয়াহাটি ,কোলকাতা: আর কোনো বাধা থাকলো না।রাজ্যের মুখ্যমন্ত্রী অনুমোদন ক্রমে বরাক থেকে রাজ্যসভার বাঙালি প্রার্থী হিসাবে বরাক রাজনীতির পুরোধা কবীন্দ্র পুরস্থাকায়স্থ পুত্র কনাদ পুরাসকায়স্থ মনোনয়ন পত্র জমা দিলেন।এজিপি পক্ষে বীরেন্দ্র কুমার বৈশ্য জমা দিলেন প্রাক্তন মূখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনিয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।বিজেপি সভাপতি দিলীপ সৈকিয়া ছিলেন।
কোন মন্তব্য নেই