কান্দি সাধারণ পাঠাগারের সদস্য উৎপল। চ্যাটার্জি ৩০ জন রুগীর চোখের চিকিৎসার ব্যাবস্থা করেছিলেন।
অমল গুপ্ত ,কান্দি জেল রোড: ১৯১১ সালে প্রতিষ্ঠিত কান্দি সাধারণ পাঠাগারের সক্রিয় সদস্য উৎপল চ্যাটার্জি ৪ জুন কান্দি মহকুমা হাসপতালে মারা গেলেন। আত্মীয় পরিজন থেকে দূরে দূরে ছিলেন।রেড ক্রস এর মেম্বার উৎপল চক্রবর্তীর অধ্যবসায় ছিল মনে রাখার মত ।সংস্কৃত সাহিত্যে দখল ছিল। অবিবাহিত জীবনের মধ্যবয়সে জীবন জিজ্ঞাসা অপূরণীয় থেকে গেল। ব্যক্তিগত জীবন যাত্রা সহজ সরল ছিল। তার মৃত্যুতে কান্দি সাধারণ পাঠাগারের সব সদস্য শোক ব্যক্ত করেন। তার বিদেহী আত্মার সদগতি কামনা করেন। এক মিনিট নিরবতা পালন করা হয়। বিভিন্ন সূত্রে জানা গেল নানা রোগে আক্রান্তের পরেও সমাজ কর্মী চ্যাটার্জি হাসপতালে যেতে চান নি ,তার ছাত্র রা কান্দি পুলিশ থানায় গিয়ে অভিযোগ জানানোর পর পুলিশ এসে গুরুতর অসুস্থ উৎপল কে কান্দি হাসপতালে ভর্তি করান হয়। কয়েকদিন আগে কলকাতার দুজন ডাক্তার কাঁদিতে চোখের চিকিৎসা করতে এসেছিল।উৎপল গ্রাম থেকে ৩০ জন চোখের রুগীকে কান্দি এনে এই রোগের চিকিৎসা করিয়ে ছিলেন।কান্দি রামকৃষ্ণ আশ্রম কর্তৃপক্ষ রুগীদের বিনা মূল্যে খাবারের ব্যবস্থা করেছিল বলে সূত্র টি জানান। উৎপল চ্যাটাজি ছিলেন একজন প্রকৃতই পরোপকারী সমাজ কর্মী। আকর্ষিক মৃত্যু ঘটে গেল, সমাজ উপযুক্ত মর্যাদা দিলনা। না স্বীকৃতি ,শুধুই অবহেলা।
কোন মন্তব্য নেই