শিলংয়ে হানিমুনে নিয়ে গিয়ে স্বামীকে হত্যা করেন পত্ন ীসেনম রাজবংশী
রঘুবংশী রহস্য
১১ মে : ইন্দোরে বিয়ে হয় রাজা ও সোনম রঘুবংশীর।
২০ মে: অসমে আসেন দু'জনে। পরিবারের দাবি, বিমানের টিকিট কাটেন সোনমই।
২২মে: শিলং হয়ে চেরাপুঞ্জি পৌঁছন দু'জনে। ওঠেন নোংরিয়াতের হোম স্টে-তে।
২৩মে: সকাল ডবল ডেকার রুট ব্রিজ দেখতে যান তাঁরা। গাইড নিতে চাননি সোনম।
স্থানীয় গাইড জানান, আরও তিন ব্যক্তির সঙ্গে সেই ব্রিজে ওঠার সময় হিন্দিতে কথা বলেন রাজা। পিছনেই সোনম।
সোনম শাশুড়িকে ফোনে জানান, চারদিকে পাহাড়, জঙ্গল। রাজার মোবাইলে চার্জ নেই, তাই বন্ধ।
পরে রাজাও মাকে ফোন করেন। জানান, ২ দিনের মধ্যে ফিরছেন। আর খোঁজ ছিল না তাঁদের।
২৩মে: হোম স্টে-র তরফে পুলিশকে জানানো হয়।
২৪মে: উদ্ধার রাজা- সোনামের ভাড়া করা স্কুটার।
২জুন: ওয়েই সাওডাং জনপ্রপাতের কাছে ১০০ ফুট গভীর খাদে উদ্ধার রাজার পচাগলা দেহ। ভাঙা মোবাইল, স্মার্ট ওয়াচ মিললেও ২টি আংটি, ব্রেসলেট ও হার উধাও। কাছেই পড়ে সোনামের সাদা জামা।
৪, জুন: সোনমের রক্তের দাগ লাগা বর্ষাতি উদ্ধার
রবিবার ললিতপুর থেকে ধরা পড়ে আকাশ রাজপুত, ইনদওর থেকে ধরা পড়ে বিশাল সিংহ চৌহান ও রাজ সিংহ কুশওয়াহা।
৮জুন: রাত ১ টায় উত্তরপ্রদেশের গাজিপুরে চায়ের দোকান থেকে বাড়িতে ও রাজার ভাইকে ফোন- ভিডিয়ো কল সোনমের। হেফাজতে নিল পুলিশ।
৯জুন: মধ্যে প্রদেশের সাগর থৃত অভিযুক্ত আনন্দ কুর্মী। নন্দগড়ে আটক আরও ১।
কোন মন্তব্য নেই