অমল গুপ্ত ৭ জুন ,কোলকাতা: অসমের তথা দেশের এ খ্যাত অম্বু বাচি মেলা শুরু হবে ২২ জুন ২৬, জুন শেষ হবে। মা পৃথিবী চারদিন রজ স্বলা থাকেন ।মন্দিরের দ্বার বন্ধ থাকবে। এই চারদিন দেশের হিন্দু ধর্মাবলম্বী লাখ লাখ ভক্ত প্রাণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করবেন। গুয়াহাটি সংলগ্ন নীলাচল পাহাড় সেজে উঠেছে।টিপ টিপ বৃষ্টি পাহাড়ের খাঁজে মেঘ ঢুকে যায়।পাশ দিয়ে ঝর্না পাহাড় বেয়ে সমতলে গড়িয়ে পড়ছে।এক অনিন্দ্যসুন্দর প্রকৃতির সবুজ ছবি বহুবার উপভোগ করেছি।এই মনোরম সুন্দর প্রাকৃতিক পরিবেশে মা কামাখ্যা বিরাজ করেন তার এপার মহিমা নিয়ে। হিন্দু ধর্মাবলম্বী বিধবা রমণী লাখ লাখ উত্তর বঙ্গ থেকে নীলাচল পাহাড় ভিড় জমান।তাদের থাকা খাওয়ার সব ব্যাবস্থা অসম প্রশাসন করে থেকে। করোনা সংক্রমনের জন্যে দুবছর মেলা বন্ধ ছিল।এবার পরিবেশ পরিস্থিতি অনুকূল। ৭ লাখ ভক্তের সমাবেশ ঘটবে বলে কর্তৃপক্ষ আশা করছে। ভক্তদের অধিকাংশ হিন্দু বাঙালি বলে কর্তৃপক্ষ বাংলা ভাষাতে সব প্রচার করে থাকেন। দিনভর টুপ টুপ করে বৃষ্টি ঝরছে পাশ দিয়ে সবুজ ঝর্না গড়িয়ে সমতলে গড়িয়ে পড়ছে। স্নিগ্ধ বৃষ্টি স্নাত পরিবেশ। পাহাড়ি এঁকে বেঁকে পথে ভক্ত দের বিশাল বিশাল লাইন বহু দুর থেকে দেখা জয়।মনোমুগ্ধ কর বৃষ্টি স্নাত পবিত্র পরিবেশে মা কামাখ্যা বিরাজ করছেন।আন্তরিক প্রণাম আর অকুণ্ঠ শ্রদ্ধা ,ভালবাসা। লাখো ভক্তের ধুলিপায়ের পবিত্র দেবালয় বহুবার চারণ মিলিয়েছি।
কোন মন্তব্য নেই