বাংলদেশে বঙ্গবন্ধু মুজিবর রহমানের 400 , মুক্তি সেনানীর স্বীকৃতি বাতিল
অমল গুপ্ত ,কোলকাতা। বাংলদেশে স্বাধীনতা আনতে ,30 লাখ সেনা সাধরণ মানুষ প্রাণ দেন,-৩ লাখ হিন্দু রমণী কে পাক সেনারা ধর্ষণ করে।সেই বাংলদেশে সব লড়াই করা নেতাদের স্বীকৃতি বাতিল করে বঙ্গবন্ধু মুজিবর রহমান কে অপমান করা হল। সে দেশের স্বাধীণতা আনতে প্রাণ দিয়েছিলেন বাঙালি হিন্দু সহ লাখ লাখ হিন্দু মানুষ আজ ইউনূস সরকার সবকে অস্বীকার করছে।হিন্দু দের উপর লাগাতার নির্যাতন কিন্তু বন্ধ হয়নি।এর আগে বাংলার স্বভীমান রবীন্দ্র নাথ কে পর্যন্ত অপমান করে তার প্রতিম ভেঙে ফেলেছে। ভারতের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ কে জেল বন্দি করে অত্যাচার করা হচ্ছে।জামিন দেওয়া হচ্ছে না। টাকা থেকে মুজিবরের নাম কেটে দেওয়া হয়েছে
কোন মন্তব্য নেই