Header Ads

বিধায়ক মিহির কান্তি সোমকে অপমান করা হয়েছে অভিযোগ আকসার



ডিসি কনফারেন্স হলে মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে বিধায়ক মিহির কান্তি সোমের প্রতি অসম্মানজনক আচরণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়।

গতকাল জেলাশাসক কার্যালয়ে আয়োজিত মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে উপস্থিত বিভিন্ন অতিথিদের বসার বন্দোবস্ত থাকলেও বিধায়ক মিহির কান্তি সোমকে কোন আসন দেওয়া হয়নি যার ফলে  গোটা সাংবাদিক সম্মেলনে চলাকালীন তিনি পোর্টাল সাংবাদিকদের সাথে দাঁড়িয়ে থাকতে বাধ্য হন। এই ধরনের অপমানজনক ব্যাবহারের জন্য জেলাশাসককে এই বিধায়ক এবং তার চার লক্ষ ভোটারদের কাছে ক্ষমা চাওয়ার  দাবি জানালেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়।

এক প্রেস বার্তায় প্রদীপ দত্তরায় বলেন যে একজন বিধায়ক যিনি পরপর দুবার তাঁর সমষ্টি থেকে নির্বাচিত হয়েছেন তাঁর প্রতি ন্যুনতম সৌজন্য দেখানো প্রশাসনের কর্তব্য। তিনি বলেন বিজেপি দলের দলীয় অন্তর্কোন্দল নিয়ে তার কোন আগ্রহ নেই, কিন্তু যেহেতু তিনি এই বিধায়কের সমষ্টির ভোটার,তাই ব্যাপারটি তাঁর পক্ষেও অপমানজনক। 

প্রদীপ দত্তরায় এদিন আরো বলেন যে মিহির কান্তি সোম শুধু বিধায়কই নন, বিশ্ববিদ্যালয় আন্দোলনে আকসার একজন একনিষ্ঠ সৈনিক ছিলেন। সেসময় বিমান রোকো আন্দোলনে এক সপ্তাহ বরাকের সমস্ত বিমান পরিষেবা বন্ধ ছিল। এরপর বিমানবন্দর চত্বরে একটি বোমা পাওয়া গেছে বলে সংবাদ রটে । যেহেতু এই বিধায়ক সংশ্লিষ্ট অঞ্চলের আকসার নেতা ছিলেন তাই পুলিশ তাঁর বাড়ি তল্লাশি চালায় এবং সেইসময় চারদিন তাঁকে জঙ্গলে আত্মগোপন করে থাকতে হয়। তিনি বলেন বিশ্ববিদ্যালয় আন্দোলনে তাঁর এই অবদানের কথা আকসা ভুলে যেতে পারে না।

প্রদীপ দত্তরায় এদিন বলেন যে সাংবাদিক সম্মেলনে বিধায়কের প্রতি এই ধরনের অপমানজনক অবস্থানের জন্য জেলাশাসককে বিধায়ক এবং তার ভোটারদের কাছে ক্ষমা চাইতে হবে তিনি দাবি জানাচ্ছেন। এই মর্মে একটি স্মারকলিপিও প্রাক্তনী আকসার পক্ষ থেকে জেলাশাসককে প্রদান করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন তিনি।

প্রাক্তনী আকসার পক্ষ থেকে গীতেশ রঞ্জন পাল এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.