অমল গুপ্ত ,২৭ মে কলকাতা: কংগ্রেস দলের সর্ব ভারতীয় নেত্রী সোনিয়া গান্ধী অসমের কংগ্রেস সভাপতি পদে প্রাক্তন তিন তিন বারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এর সাংসদ পুত্র গৌরব গগৈ কে বেছে নিলেন। তিনি বর্তমান সভাপতি ভূপেন বরার স্থলাভিসিক্ত হলেন।
কোন মন্তব্য নেই