মা আমি চুরি করিনি ,আত্মঘাতী বালক কৃষ্ণেন্দু দাস
সিভিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের মায়ের
মৌমিতা দাস : চোর অপবাদ সইতে না পেরে আত্মঘাতী হয় ছেলে। লিখে রেখে যায় আত্মহত্যার আগে শেষ বয়ান: মা আমি চুরি করিনি। সেই ঘটনার বিচার চেয়ে অবশেষে থানায় অভিযোগ দায়ের করলেন আত্মঘাতী কিশোর কৃষ্ণেন্দুর মা সুমিত্রা দাস। তাঁর অভিযোগের ভিত্তিতে সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিত ও তাঁর পরিবারের তিন জনের বিরুদ্ধে হুমকি মারধর, আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলা দায়ের হয়েছে, জানিয়েছে পুলিশ। এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও মৌখিক ভাবে সুমিত্রা অভিযোগ করেন, ঘটনায় দিন ছেলের দেহ দ্রুত দাহ করতে তাড়া দিয়েছিল পুলিশ। এ দিকে অভিযুক্ত সিভিক কর্মী এখনও বেপাত্তা।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় গোঁসাইবেড় গ্ৰামের সপ্তম শ্রেণির ছাত্র কৃষ্ণেন্দুর বিরুদ্ধে দোকান থেকে চিপস চুরির অভিযোগ ওঠে। দোকানদার তথা সিভিক কর্মী শুভঙ্কর তাকে চোর অপবাদ দিয়ে কান ধরে ওঠবস করান, অভিযোগ কৃষ্ণেন্দুর পরিবারের। পরে মা সুমিত্রাও কৃষ্ণেন্দুকে চড় মারেন। দাবি, এর পরেই আগাছানাশক পান করে কৃষ্ণেন্দু। রবিবার সুমিত্রা পাঁশকুড়া থানায় শুভঙ্কর, তাঁর ভাই দীপঙ্কর, স্ত্রী নিশা এবং বাবা সূর্যকান্ত দীক্ষিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। সুমিত্রা বলেন, "আমার ছেলের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের যেন শাস্তি হয়
কোন মন্তব্য নেই