প্রধানমন্ত্রী মোদীর মাথায় পাপড়ি ছড়াল সোফিয়া কুরেশি পরিবার
মোদীর উপরে ফুলের পাপড়ি ছড়াল কর্নেল সোফিয়ার পরিবার
গোটা 'অপারেশন সিঁদুর'-এ সেনার প্রচারের অন্যতম মুখ ছিলেন তিনি। আবার তাঁকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ। আজ বোদাদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড-শোয়ে যোগ দিলেন সেই কর্নেল সোফিয়া কুরেশির পরিবার।
আজ বরোদায় বড় মাপের রোড-শো করেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর উপরে ফুলের পাপড়ি ছড়াতে দেখা গিয়েছে সোফিয়ার বাবা তাজ মহম্মদ কুরেশি, মা হালিমা কুরেশি যমজ বোন শাইনা সুনসারা ও ভাই সঞ্জয় কুরেশিকে। তাঁদের চিনতে পেরে নমস্কার করেন প্রধানমন্ত্রী। পাল্টা নমস্কার করেন তাঁরাও।
পরে শাইনা বলেন, "এই রোড-শোয়ে অংশগ্রহণ করা তাঁদের কাছে গর্বের মুহূর্ত। তাঁর কথায় প্রধানমন্ত্রী সঙ্গে ওই মুহূর্তকে আমি বর্ণনা করতে সঙ্গে ওই মুহূর্তকে আমি বর্ণনা করতে পারব না। মনে হচ্ছিল উনি গোটা বিশ্বেকে জানিয়ে দিচ্ছেন যে উনি আমাদের পাশেই আছেন। কারও ভয় পাওয়ার প্রয়োজন নেই। উনি নারী ক্ষমতায়নের জন্য অনেক কাজ করছেন।
কিন্ত বিজেপিরই মন্ত্রী বিজয় শাহ সোফিয়া সম্পর্কে বিতর্কত মন্তব্য করায় গোটা দেশে বিতর্কের ঝড় ওঠে। তাঁর কড়া সমালোচনা করছে সুপ্রিম কোর্ট। কিন্ত তাঁকে এখনও বরখাস্ত করা হয়নি। আজ অবশ্য বিজয়ের মন্তব্যকে গুরুত্ব দিতে চায়নি সোফিয়ার পরিবার। তাঁর মা হালিমা বলেন, "কারও কিছু বলার থাকলে তিনি তা বলবেন। তাতে আমাদের কিছু এসে যায় না। আমাদের সাহসের উপরে প্রভাবও পড়ে না। আমাদের মেয়ের সাহসও কমিয়ে দেয় না।"
সোফিয়া তাঁর যমজ বোন লাইনার চেয়ে ১৫ মিনিটের বড়। বললেন, "আমি শুতে চলে গিয়েছিলাম। তখনই আমার এক বন্ধু ফোন করে টিভি খুলতে বলে।" টিভি দেখেই সোফিয়ার পরিবার জানতে পারে তিনি 'অপারেশন সিঁদুর' - এর প্রচারের দায়িত্ব পেয়েছেন । লাইনার কথায়, ওটা সামরিক বাহিনীর প্রোটোকল। আমার বাবাও কী ঘটছে বা কী বিশেষ নির্দেশ পেয়েছেন তা মাকে বলতেন না। সোফিয়ার বাবা ও ঠার্কুদাও ছিলেন সেনায়।
গত মাসে মধ্যেপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ কর্নেল সোফিয়ারকে জঙ্গিদের বোন তকমা দেন। বলেন, "তোমরা আমাদের সম্প্রদায়ের বোনেদের বিধবা করেছ। তাই তোমাদের সম্প্রদায়ের এক বোনই তোমাদের পোশাক খুলে নেব। প্রধানমন্ত্রী মোদীজি প্রমাণ করেছেন। তোমাদের সম্প্রদায়ের বোনেদের পাকিস্তানে পাঠিয়ে প্রতিশোধ নেওয়া হবে।
সুপ্রিয় কোর্টের তোপের মুখে পড়ে দ্রুত ক্ষমা চান বিজয়। বলেন তিনি গোটা ভারতীয় সেনা বোন কর্নেল সোফিয়া ও দেশবাসীর কাছে ক্ষমাপ্রার্থী। সেই সঙ্গে তিনি বলেন, "আমি কোনও ধর্ম, জাত বা সম্প্রদায়কে আঘাত করতে চাইনি। আমি যা বলেছি তার জন্য হাত জোড় করে ক্ষমা চাইছি।" এর পরেও ক্ষমা চেয়েছেন তিনি। গত সম্পাহের শেষে দলের যে সব নেতা 'অপরেশন সিঁদুর ' নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করছেন তাঁদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী।
কোন মন্তব্য নেই