বরাক উপত্যকা আজ ১৯ মে ভাষা শহীদ দিবস উদযাপন
উনিশে মে
তপন বন্দ্যোপাধ্যায়
যা কিছু ভাবনা, ব্যস্ততা যত, হঠাৎ গেল যে থেমে
ভোরবেলা দেখি সারি সারি যায়
মিছিল উনিশে মে-র
কত কত মুখ, চেনা ও অচেনা,
চোখগুলো উজ্জ্বল
বাংলাভাষাকে ভালোবেসে হাঁটে গরবী স্বতোচ্ছল
গেয়ে ওঠে তারা, 'এসো আজ দিই
যথাযথ সম্মান
ভাষা ভালোবেসে কতকাল আগে
দিয়েছিল যারা প্রাণ'
গান গায় আর হাতছানি দেয়,
' তোমরাও চলে এসো
দূরে দূরে যারা এখনও দাঁড়িয়ে
মিছিলের শেষে মেশো
যে যেখানে আছো তাবৎ বাঙালি
গাও না অকুতোভয়
আমরা বাঙালি আমাদের ভাষা
আমাদের পরিচয়
উনিশে মে-র স্মৃতি দিয়ে আজ একসূত্রে হই বাঁধা
সব আগ্রাসন রুখে দিয়ে রাখি বাংলার মর্যাদা।'
তপন বিরচিত উনিশে মে-র শুভেচ্ছা
১৯ মে ২০২৫
কোন মন্তব্য নেই