Header Ads

গুয়াহাটি কেন্দ্রিক নিউজ লাইফ বাংলা তে ভাষা শহীদ দিবসের খবর

অমল গুপ্ত ,১৯ মে দেশের বাঙালিদের মাতৃ ভাষা বাংলা ভাষা রক্ষার শপথ গ্রহণের দিন বাংলা চুপ থাকলো। এক মাত্র অসমের গুয়াহাটি কেন্দ্রিক নিউজ লাইফের বাংলা চ্যানেল আজ সকাল থেকেই ভাষা শহীদদের স্মরণ  সভা তুলে ধরেছে।বাকি কলকাতার কোনো চ্যানেল  এই ঐতিহাসিক দিনটি পালনের খবর দেখা যায়নি।সংবাদিক দেব কিশোর চক্রবর্তী তার দেশ ভাবনা নামে পোর্টাল শ্রীরামপুর থেকে ভাষা শহীদদের স্মরণ সভা দেখাচ্ছে। শিলচরে সাংবাদিক চয়ন ভট্টাচার্য জানান ১৯ মে গুরুত্ত পাইনি বরাক বাসীর কাছে।আজ তেমন ভিড়  ছিল না।পূর্বাঞ্চল প্রতিদিন নামে এক নিউজ পোর্টাল খবরটি দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.