Header Ads

অসম সাহিত্য সভা শিলচর ভাষা শহীদ স্টেশন কে সমর্থনের পক্ষে বলেছেন

শিলচর বাংলা ভাষা আন্দোলনের ঐতিহাসিক জমায়েত
অমল গুপ্ত ১৮ মে গুয়াহাটি ,কোলকাতা: অসম সাহিত্য সভার প্রতিনিধিরা শিলচরে পৌঁছিয়ে শিলচর শহীদ  স্টেশন নামকরণ কে সমর্থন করেছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  কি শিলচর পৌরসভা নির্বাচনের আগে এবং আগামী বিধানসভার নির্বাচনে বরাক উপত্যকার মানুষের  সমর্থন পাওয়ার লক্ষে  বহু প্রতীক্ষিত  শিলচর রেলওয়ে স্টেশন কে ভাষা শহীদ স্টেশন হিসাবে ঘোষণা করবেন? রেলের সবুজ সংকেত আগেই পাওয়া গেছে।কেবল বাধা হয়ে দাঁড়িয়েছে বিজেপি সরকার।ফাইল রেডি,শুধু ঘোষণা ,এই সুযোগের সদ্ব্যবহার করতে চাইছেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ অসমের বরাক উপত্যকার ৫০ লাখ হিন্দু মুসলিম দের প্রধান ভাষা বাংলা।সেই বাংলা ভাষী মানুষের সঙ্গে শিলচর ভাষা শহীদ  স্টেশনের আবেগের ভালবাসার সম্পর্ক তৈরি হয়েছে।মুখ্যমন্ত্রী সেই সম্পর্ককে  সম্মান জানাবেন বলে মনে করা হচ্ছে। অসমে ৬৫,৭০ লাখ বাঙালি জনগোষ্ঠীর বাস একজন মন্ত্রী নেই। সারা অসম বাঙালি  যুব ছাত্র ফেডারেশন অসমে স্যাটালাইট কাউন্সিল দাবি করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.