Header Ads

বিহার বাংলা সমিতি বরাকের ১৯ মে স্মরণ

অমল গুপ্ত গুয়াহাটি ,কোলকাতা ১৮ মে ; রাত পোহালে বরাকের ১১ ভাষা শহীদ স্মরণ উৎসব  উদযাপন  হবে।বিহার বাংলা সমিতি শিলচরে ভাষা শহীদদের স্মরণ করে বিভিন্ন জেলাতে উদযাপন হবে।আজ বিহার বাংলা সমিতির মুখপাত্র সুনির্মল দাস বিহার থেকে এই স্মরণ সভার কথা জানান।তিনি বলেন অন্যবছরের মত এই বছরেরও যেসব জেলাতে বাংলা বিহার সমিতির শাখা সংগঠন আছে সেখানে দিনটি উদযাপন করা হবে। বিহার বাংলা সমিতি বিহারে প্রতিটি বিদ্যালয়ের বাংলাভাষার পাঠক্রমের দাবির সঙ্গে বাংলা ভাষার শিক্ষক। ইয়োগের দাবি জানিয়েছে।শুধু বিহার নয় ঝাড়খণ্ড রাজ্যে থেকেও ১৯ মে উদযাপনের প্রস্তুতি খবর পাওয়া গেছে।  বিহার, ঝাড়খণ্ড রাজ্যে ১৯ মে স্মরণ উৎসব উৎযাপন হলেও  বাংলাভাষী কলকাতা বরাকের ভাষা শহীদদের নাম ধাম বিস্তারিত আদৌ জানা নেই।,কোলকাতা ১৯৫২ ভাষা শহীদদের  খবর রাখে শিলচরে ১১ বাংল ভাষা শহীদের সম্পর্কে বিশেষ কিছু জানে না।(ছবি বিহারের সংবাদিক কিরণ কুমার মুখার্জি সৌজন্যে প্রাপ্ত)





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.