Header Ads

দ্বারকা তুমি কার মানুষের না প্রকৃতির

ধারা হারাচ্ছে দ্বারকা

 তীব্র গরমে খাল, বিল, নদী শুকিয়ে যাচ্ছে। সঙ্গে জেলার নানা নদীও শুকিয়ে যাচ্ছে। কান্দি মহকুমার দ্বারকা নদের খোঁজ নিল আনন্দবাজার।
  
   ছোট নাগপুর মালভূমি অঞ্চলে উংপত্তি।
  বীরভূমের মহম্মদবাজার, তারাপাঠ হয়ে মুর্শিদাবাদ জেলার গাঁফুল- পলাশি এলাকায় প্রবেশ।
  কান্দি মহকুমার পদ্মকান্দি সাদল, ইন্দ্রানী, পুরন্দরপুর হয়ে হিজল বিলে মিশছে।
  গ্রীষ্মে শুকিয়ে যায়। পড়শি রাজ্য ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হলে জলাধার থেকে ছাড়া জলেই পুষ্ট হয় দ্বারকা।
  
  সরকারি ভাবে কোনও স্নানের ঘাট নেই। নেই শ্মশানঘাট।
  জল কম, ড্রেজিং হয় না। তাই নৌকাও চলে না।
  এই নদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্যের সেচ দফতরের।
  এক সময় সারা বছর মাছ পাওয়া যেত দ্বারকায়। এখন বর্ষার সময় মাছ ধরি। বছরের বাকি সময় চাষাবাদ, দিনমজুর করে জীবিকা নির্বাহ করতে হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.