অসমের ভাষা আন্দোলনকে অপমান করা হচ্ছে
এবার উনিশ উদযাপনের উন্মাদনা অতীতের রেকর্ড ভঙ্গ করেছে
প্রদীপ দত্ত রায়
বরাকের ভাষা শহিদ দিবস ১৯ মে উদযাপন এবার ভিন্নমাত্রা এনে দিয়েছে। এ দিবস উদযাপনে এবার অভূতপূর্ব সাড়া দেখা গেছে। কেবল শিলচর নয় বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় গ্রামেগঞ্জে দিনটি নানা অনুষ্ঠানসুচিতে উদযাপন করা হয়। আগে এত অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।কয়েক বছর যাবৎ ১৯ এর আবেগ ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এবার কেবল বরাক উপত্যকায় নয়, কলকাতা, আসানসোল ,পাটনা ,নয়া দিল্লি ,মুম্বাই এবং প্রথমবারের মতো শিলিগুড়িতে এই দিবস উদযাপন করা হয়েছে।অসম রাজ্যের বিভিন্ন শহরে ভাষা শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। কেবল তাই নয় বিদেশের মাটিতেও এবার উনিশ উদযাপন হয়েছে ।জাপানের হিরোশিমা নগরীতে পর্যন্ত এই দিবসটি উদযাপিত হয়েছে। তাছাড়া নিউইয়র্ক, লন্ডন , ঢাকা ইত্যাদি জায়গাতে এবারো অনুষ্ঠান ছিল। বাংলা ভাষার মর্যাদার রক্ষার জন্য এই আন্দোলন যে কোনো নির্দিষ্ট অঞ্চলের মানুষের নয়। এটা যে সার্বিকভাবে বাঙালি জনগোষ্ঠীর এই উপলব্ধিটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। আগে ১৯ মে ভাষা শহিদ দিবস নিয়ে তেমন ভাবে প্রচার বা প্রসার ছিল না । ফলে দীর্ঘদিন দেশের অন্যান্য অংশের মানুষ জানতেই পারেনি এই দিবসের কথা। শিলচরে ভাষার অধিকার রক্ষার আন্দোলনে একাদশ শহিদ প্রাণ বিসর্জন দিয়েছেন। ১৯৬১ সালে শিলচর রেল স্টেশনে বিনা প্ররোচনায় পুলিশ গুলি চালালে সত্যাগ্রহীদের মৃত্যু হয়েছিল। কিন্তু এই দিনটি কেবলমাত্র তারাপুর রেল স্টেশন, শিলচর শ্মশানঘাট এবং গান্ধীবাগে পুষ্পার্ঘ্য নিবেদন করেই শেষ হয়ে যেত। এবার পরিস্থিতির অনেক পরিবর্তন লক্ষ্য করা গেছে।। তবে এই দিবসের তাৎপর্য জনসমক্ষে তুলে ধরার ক্ষেত্রে ২০০০ সালে গঠিত ১৯ মে উদযাপন সমিতির গুরুত্ব রয়েছে। কারণ , ওই বছরই শিলচর শহরে বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়েছিল। বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা এতে অংশ নিয়েছিল এবং চিত্রাংকন প্রতিযোগিতা থেকে শুরু করে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে যোগ দিতে বিদেশ থেকেও প্রতিনিধিরা এসেছিল। এরপর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকেও ভাষা প্রেমী জনসাধারণ ১৯ মের অনুষ্ঠানে যোগ দিতে নিয়মিত আসছেন। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ সহ মাতৃভাষা সুরক্ষা সমিতি, বরাকবঙ্গ, ভাষা শহিদ স্মারক সমিতি, ভাষা শহিদ স্টেশন দাবি কমিটি, ১৯ মে উদযাপন কমিটি ছাড়াও নানাস্থানে শহিদ বেদীকে কেন্দ্র করে সংক্ষিপ্ত পরিষদে হলেও এই দিবসটি উদযাপনের আয়োজন করা হচ্ছে আজকাল।
কোন মন্তব্য নেই