গাভাস্কারের ক্রিকেট নিয়ে অজানা তথ্য
ধরা ছোঁয়ার বাইরে ছিলেন, বাইরেই রয়ে গেলেন। কোনও বিতর্কের অবতারণা করার উদ্যেশ্যে নয়, নিছক কিছু বাস্তব তথ্য বলে দেয়, তুলনা আক্ষরিক অর্থেই অর্থহীন।
প্রবাদপ্রতিম গাভাস্কারের কথা অনেকের ভালো লাগে না, অনেকেই ক্ষুব্ধ হন এবং সেই তালিকায় আছেন বিরাট কোহলিও। বেশ কয়েকবার সানির মন্তব্য তাঁকে ক্ষুব্ধ করেছ, হা..রে..রে..রে.. করে ঝাঁপিয়ে পড়েছে একদল ক্রিকেট প্রেমী। কিন্তু দিনের শেষে বারবার প্রমাণ হয়েছে, এই বেঁটে লোকটা আসলে ক্রিকেট জগতে আজও দাঁড়িয়ে আছেন পর্বতের মতোই।
তাঁর সময় বল্গাহীন প্রচারের মাধ্যম হিসাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসআপ ইত্যাদি ছেড়ে দিন, টেলিভিশনও ছিল না। গাভাস্কার যখন মধ্যগগনে তখন সবেধন সরকারি রেডিও ছিল একমাত্র অবলম্বন। লক্ষ লক্ষ সমর্থকের ট্রোল বাহিনীর অস্তিত্ব ছিল না সেদিন। গাভাস্কার যখন ক্রিকেট জীবনের শেষ দিকে তখন সদ্য ড্রয়িং রুমে ঢুকতে শুরু করেছে সাদা-কালো টিভি। একারণেই প্রচারের ঢক্কা নিনাদ সরিয়ে তথ্যের খাতিরেই একবার দেখে নেয়া যাক, সদ্য টেস্টকে বিদায় জানানো বিরাট এবং গাভাস্কারের টেস্ট ক্রিকেট পরিসংখ্যান।
-------------------------------
& গাভাস্কার মোট টেস্ট খেলেছেন ১২৫ টা এবং বিরাট খেলেছেন ১২৩টা টেস্ট।
& টেস্টে গাভাস্কারের মোট রান ১০১২২, আর বিরাটের মোট রান ৯২৩০
&গাভাস্কারের রানের গর ৫১.১২ এবং বিরাটের রানের গর ৪৬.৮৫
&গাভাস্কারের টেস্ট সেঞ্চুরির সংখ্যা ৩৪ আর বিরাটের ৩০ এবং গাভাস্কারের হাফ সেঞ্চুরি ৪৫ টা আর বিরাটের ৩১ টা।
----------------------------------
এই তুলনাটা বিরাটকে ছোট করার জন্য নয়। আপামর ভারতবাসীর ভালোবাসার বিরাট তাঁর রাজকীয় সিংহাসনে আসীন ছিলেন এবং থাকবেন। জাতীয় দলের জন্য তাঁর অবদান লেখা থাকবে স্বর্ণাক্ষরে।
একবার চোখ বুলিয়ে দেখে নেয়া যাক, বিনা হেলমেটে কাদের বিরুদ্ধে খেলে, এই বিপুল রানের পাহাড় তৈরি করেছিলেন লিটল মাস্টার। মাত্র কয়েকটা নাম উল্লেখ করছি, ম্যালকম মার্শাল, অ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং, জোয়েল গার্নার, লিলি, ইয়ান বথাম, রিচার্ড হ্যাডলি এবং ইমরান খান। বিরাট কাদের বিরুদ্ধে খেলেছেন সেটা সকলের জানা ফলে উল্লেখ করার প্রয়োজন নেই।
এই তুলনা করার একটাই উদ্যেশ্যে যে, তুলনা করতে যাওয়াই অর্থহীন। দু'জনই ভারতীয় ক্রিকেটের রত্ন। দুজনই সেরা তাদের নিজেদের সময়ের প্রেক্ষিতে।
✍️Dipak Ghosh
#Gavaskar
#viratkohli
#indiancricket
#dipakghoshstory
কোন মন্তব্য নেই