
অমল গুপ্ত ,কান্দি জেল রোড ,মুর্শিদাবাদ: প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন made in india তৈরি অস্ত্র দিয়েই পাকিস্তানকে পরাভূত করা হয়েছে। ভারত পরমাণু ব্লাক মেল মেনে নেবে না। গত ২২ এপ্রিল পহেলগ্রামের ঘটনা প্রসঙ্গ বলেন পাক মদতপুষ্ট সন্ত্রাসীরা আমাদের মা বোনদের মাথার সিঁদুর মুছে দিয়েছে। এবার সন্ত্রাস
বাদীরা হিন্দু রমনীদের দিকে তাকাবার সাহস পাবে না। ভারতে পাকিস্তানপন্থী বহু জেহাদি লুকিয়ে আছে তারাও এবার সাবধান হবে। ভারত পাকিস্তানের পরমাণু কেন্দ্রে র কাছে নুর খান ও সারগোদা এয়ার বেস আক্রমণে পাকিস্থান রীতিমত ভয় পেয়ে যায় ভেবে আতঙ্কে ভুগতে থাকে কারন কাছেই কিরানা পাহাড এ গোপনে পরমাণু অস্ত্র ভাণ্ডারে ঠিকানা।বলে আনন্দবাজারের সূত্রে জানানো হয়েছে।আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্প এর দিকে আঙুল না তুলে প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন তাদের কোনো মধ্যস্থতাকারী দরকার নেই পাকিস্থান আলোচনা করতে চাইলে শুধু "পক" আর পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হতে পরে।গায়ে মানেনা আপনি মোড়ল এর মত ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্থান পরমাণু শক্তি ধর দুই রাষ্ট্রের মধ্যে সংঘর্ষ বিরতি ঘটিয়েছি।দুই দেশের ব্যবসা তে আমেরিকার মদত থাকবে। এই মাদতের কথা বলে দুই দেশকে প্রচ্ছন্ন হুমকি কে আমাদের প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ত দিলেন না।
কোন মন্তব্য নেই