Header Ads

বাংলায় বিধায়ক হিন্দু খুঁজে খুঁজে বাড়ি জ্বালিয়েছে পুলিশ তামাশা দেখেছে


অমল গুপ্ত ,কোলকাতা ,:২৯ মে , মুর্শিদাবাদ মালদহ জেলাতে মা বোনেদের জীবন সম্পত্তির নিরাপত্তা নেই।  খুঁজে খুঁজে হিন্দুদের ঘরবাড়ি জ্বালানো হয়েছে। নির্মম সরকারের পুলিশ তামাশা দেখছে। টিএমসি রাজ্যে হিংসা অরাজকতা চলছে। শিক্ষা ব্যাবস্থা বরবাদ ।৭০ বছরের বৃদ্ধ দের বিনাপয়সায় চিকিৎসা এই রাজ্যে দেওয়া হচ্ছে না। নীতি আয়োগের উচ্চ পর্যায়ের বৈঠকে রাজ্যের মূখ্যমন্ত্রী উপস্থিত থাকলেন না।ক্ষতি কার হল? প্রধান মন্ত্রী অভিযোগ করেন এই রাজ্যে বহু প্রকল্প সম্পূর্ণ করা হচ্ছে না।রেল সহ বহু প্রকল্প অসম্পর্ণ হয়ে পড়ে আছে।অপারেশন সিঁদুর প্রসঙ্গে প্রধান মন্ত্রী বলেন অপারেশন সিঁদুর আজও অব্যাহত। পাকিস্থানের মত শত্রুদের শেষ করতে হবে।ভারতের সেনা পাকিস্থানের ভিতরে প্রবেশ করে শত্রু ঘটি ধংস করে এসেছে।আজও সতর্ক থাকতে হবে। উত্তর বঙ্গে আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ড বিশাল জনসভায় মুর্শিদাবাদ মালদহ জেলার হিন্দু নির্যাতন প্রসঙ্গে তৃণমূল সরকারের দুর্নীতি নির্মমতা কে দায়ী করেন।এই ভাবে সরকার চলবে।প্রত্যেক ঘটনায় কোর্টে যেতে হয়। যেতে বাংলার মানুষ সরকারের উপর ভরসা নেই। দূর্নীতি প্রসঙ্গে  প্রধান মন্ত্রী বলেন মুখ্যমন্ত্রী  তুষ্টিকরণ রাজনীতি করছেন।মুর্শিদাবাদ মালদহ জেলাতে সরকারি প্রতিনিধি বিধায়ক প্রথমে হিন্দুদের বাড়ি চিহ্নিত করে দিয়ে ঘরবাড়ি পুড়িয়েছেন ।বলেও গুরুতর অভিযোগ করেন প্রধানমন্ত্রী। রাজ্যের  শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। শিক্ষক সন্তানদের  ভবিষ্যত বরবাদ করে দিয়েছে। রাজ্যে মহিলা  দের জীবন নিরাপত্তা নেই।  আজকের দিনে তেনজিং নরকে এভারেস্টে  জাতীয় পতাকা তুলেছিলেন।প্রধাণমন্ত্রী সেই দিনের কথা  স্মরণ করেন। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.