Header Ads

টিভিতে খবর শুনে অসুস্থ হয়ে মৃত্যু শিক্ষকের

অসুস্থ শিক্ষকের মৃত্যু, দুশ্চিন্তা চাকরিহারাদের 

 মুর্শিদাবাদের জিয়াগঞ্জের এক চাকরিহারা শিক্ষক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আমাইপাড়া উদ্বাস্তু বিদ্যাপীঠের ইংরেজির শিক্ষক প্রবীণ কর্মকার বুধবার রাতে অসুস্থ হয়ে পড়েন। বয়স মাত্র ৩৩ বছর। বাড়ি রঘুনাথগঞ্জ শহরের হরিদাসনগর পাল্লিতে‌। বাড়িতে ৭২ বছরের মা ও বাবা। ২০১৬ সালের এসএসসি প্যানেলের চাকরিহারা ওই শিক্ষকের কিডনির  অসুখ ছিল। 
    তাঁর পরিবারের দাবি, টিভি-র সান্ধ্য খবরে আবার পরীক্ষা দিতে হবে শুনেই মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি। অসুস্থ লাগলেও এক ফাঁকে মায়ের বিছানা করে দিয়েছিলেন প্রবীণ। ওঁর দাদা বলেন, "ভাই বলছিল, মাথা ঘুরছে। ঝাপসা দেখছি। বাথরুমে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যায়। " বাড়ি থেকে ১০ মিনিট দূরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে প্রবীণকে 'মৃত' ঘোষণা করা হয়।
    যোগ্য শিক্ষক ও শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধিরা অবশ্য এখনও পরীক্ষা না-দিতে অনড়। আইন পথে তাঁদের পূনর্বহাল করার দাবিতে আজ, শুক্রবার শিয়ালদহ থেকে নবান্নমুখী মিছিলের ডাক দিয়েছেন। বেলা ১১টাই তাঁরা শিয়ালদহ জড়ো হবেন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে চাকরিহারারা মিছিলে যোগ দেবেন। আন্দোলনের অন্যতম মুখ চিণ্ময় মণ্ডল বলেন, "সরকার এবং আদালত কারও কাছ থেকে বিচার না পেয়ে আমাদের সর্বস্বান্ত দশা। মিছিলে আমাদের পোশাকে সেই অবস্থাই ফুটে উঠবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.