Header Ads

"মা বোনেদের সিঁদুর বেচা যায় ন"া মোদিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়

অমল গুপ্ত ,কোলকাতা  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায়ে আজ প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন। বলেন অপারেশন সিঁদুরের নাম দিয়েছে ভারত সরকার।।বলেন আমরা সিঁদুর কে সম্মান করি।মোদি তো তার পত্নী কে সিঁদুর পরান না।সিঁদুর বিক্রি করতে এসেছেন। প্রধানমন্ত্রী রাজনীতি করতে এসেছেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.