Header Ads

কে বলে আত্মহত্যা ! হত্যা ছাড়া কিছু নয়

কে বলে আত্মহত্যা

  যে সময়টা শৈশব থেকে কৈশোরে পা রাখার, শরীরের পাশাপাশি মনের জগতেও নানা ভাঙচুর, স্পর্শকাতরতার, এবং পৃথিবীকে নতুন চোখে দেখতে, চিনতে শেখার, ঠিক সেই অমূল্য সন্ধিক্ষণে চোদ্দো বছরের কৃষ্ণেন্দু দাস পৃথিবী থেকে সরে গেল অসহ্য অপমান আর অভিমানের বোঝা সঙ্গে নিয়ে। যা সে করেনি, সেই না-করার দায় জবরদস্তি তার উপর চাপানো হয়েছিল। এবং অতি নিকটজনরও তার কথা সে দিন বিশ্বাস করেনি। চিপসের প্যাকেট 'চুরি'র অপবাদে সর্বসমক্ষে মারধর, হেনস্থার, ধাক্কা কিশোরমন সহ্য করতে পারেনি। আগাছানাশক পান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তাঁর যে কথা কেউ শুনতে চায়নি, মৃত্যুর আগে সেই কথাগুলিই সে স্পষ্টাক্ষরে লিখে গিয়েছে - মা, আমি চুরি করিনি। সে কথা অক্ষরে অক্ষরে সত্যি। চিপসের প্যাকেট সে সত্যিই কুড়িয়ে পেয়েছিল - সিসিটিভি ফুটেজে তা আগেই ছেলেটির সম্মানবোধ, আত্মরক্ষার আড়ালটুকু কেড়ে তাকে খুন করেছে - এই সমাজ।(ছবি আসল নয়)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.