মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ব্যর্থতা স্বীকার করেন, বাংলা স্বীকার করে না
অমল গুপ্ত ,কোলকাতা : ২৯ এপ্রিল: গুজরাটে হাজার খানিক বাংলদেশে র নাগরিক কে গ্রেফতার করা হয়েছে।সারাদেশে প্রতিদিন বাংলদেশে নাগরিক সহ মায়ানমারের রোহিঙ্গা মুসলিম দের পশ্চিমবঙ্গের বিভিন্ন তদন্তকারী সংস্থা গুলি আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড ,পরিচয় পত্র ইত্যাদি দিয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে।কিন্তু কেউ নিজেদের ব্যর্থতা স্বীকার করে না। জম্মু কাশ্মিরের মুখ্য মন্ত্রী ওমর আবদুল্লা পহল গ্রামের হত্যাকাণ্ডের তার ব্যর্থতা আছে বলে অকপটে স্বীকার করে নিহত পর্যটকদের জন্যে গভীর শোক প্রকাশ করেন।বলেন 'দর কষাকষির সময় নয়।" মুখ্যমন্ত্রী বলেন "কাশ্মীর কে রাজ্যের মর্যাদা দেবার তাঁর দাবির মুখ নেই।" হত্যালিলার জন্যে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন। ওমর আবদুল্লা।বিধানসভায় দাঁড়িয়ে ক্ষমা চান।পশ্চিমবঙ্গে ভাবা যায় না। বিরোধী দল নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে এক পত্রে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ কে সর্বতোভাবে সমর্থন করে বলছেন এই বর্তমান জটিল মুহুর্ত প্রধান মন্ত্রী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করবে তাকে কংগ্রেস সহ বিরোধী দল সমর্থন করবে বলে প্রতিশ্রুতি দেন জাতীয় রাজনীতিতে ভারত অক্সিজেন পেল।শত্রু দেশ পাকিস্তানকে জব্দ করার পথ প্রশস্ত হল।
প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী রাজ নাথ সিংহ , নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক করেন।রাহুল গান্ধী লোকসভার বিশেষ অধিবেশন ডাকার অনুরোধ করেন প্রধান মন্ত্রীকে।
কোন মন্তব্য নেই