অক্ষয় তৃতীয়া আগের রাতে কলকাতা বড়বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড মৃত ১৫
নয়া ঠাহর ,কোলকাতা ৩০ এপ্রিল , কোলকাতা বড়বাজার মেছুয়া পট্টি এলাকা ঋতুরাজ ৬ তলা হোটেলে অগ্নিকাণ্ড , ১৫ জনের মৃত্যু হয়েছে। ৮ জনকে সনাক্ত করা হয়েছে। গতকাল রাত ৮ নাগাদ রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। হোটেলটির প্রত্যেকটি জানালা ইট দিয়ে গেঁথে বন্ধ করে দেওয়া হয়েছে পাশেই পানশালা নির্মাণ হচ্ছে। আরো একটা পানশালা বা মদের দোকান আছে। কিছু দূরে বিদ্যালয় আছে।তারপর ও নিয়ম নীতির বালাই নেই বলে স্থানীয় রা অভিযোগ করেছে।শুধু কলকাতাতে প্রায় ৫০০ বেআইনি বাড়ি নির্মাণ চলছে বলে স্থানীয়রা অভিযোগ করেছে। হোটেল টি তে মদের বার নির্মাণ হচ্ছে বলে পাশের জানালা গুলি বন্ধ করে দেওয়া হয়েছে।৮৮ জন আবাসিক ছিল।৪২ টি ঘর আছে। অধিকাংশ ঘরের জানলা ইট দিয়ে গেঁথে দেওয়া হয়েছে।ঘর ভর্তি ধুঁয়া গ্যাস স্বাস বন্ধ হয়ে মারা গেছে ১৪ জন পরে হাসপতালে মারা গেছে একজন। মোট ১৫ জনের মৃত্যু হয়েছে।কেন্দ্রীয় সরকার নিহতদের ,২ লাখ টাকা আহদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে।
কোন মন্তব্য নেই