Header Ads

দুয়ারে জগন্নাথ :অক্ষয় তৃতীয়ার শুভ দিনে সাগর তীরবর্তী দিঘা তে জগন্নাথ মন্দির দ্বারাঘাটান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়

অমল গুপ্ত , কান্দি জেল রোড ,কোলকাতা:২৮-২৯ এপ্রিল :  বাংলা উড়িষ্যা সাংস্কৃতিক মেল বন্ধন কে মজবুত করতে  দিঘার সমুদ্রসৈকত সোনালী বালুচরে জগন্নাথ , বলরাম, সুভাদ্রার  বিশাল মন্দির নির্মাণ পর্ব শেষ হয়েছে।  শুভ অক্ষয়  তৃতীয়া তে আনুষ্ঠানিক উন্মোচন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পুরির প্রধান পুরোহিত  দিঘর  জগন্নাথ  মন্দিরে পুজো যজ্ঞ  করে আনুষ্ঠানিক সূচনা করবেন।পশ্চিমবঙ্গের প্রতি জেলা তে  ভিডিও মাধ্যম  সরাসরি উন্মোচন অনুষ্ঠান দেখানোর ব্যাবস্থা করা হয়েছে।দাবি করা হচ্ছে প্রধানমন্ত্রীর রামমন্দির  উন্মোচনের পাল্টা বঙ্গে পুরীর জগন্নাথ  মন্দির। আর উড়িষ্যা যাওয়ার  দরকার নেই দুয়ারে জগন্নাথ।রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি মজবুত করতে জগন্নাথ   দেবের মন্দির  বিশেষ  মাত্রা  পাবে। শুভ লগ্নে রাজ্যের প্রত্যেক জেলার সদর থেকে উদ্বোধন অনুষ্ঠান সরাসরি টেলিকাস্ট করা হবে। কান্দি পৌরসভা এই অনুষ্ঠান টেলিকাস্ট করার  ব্যবস্থা করেছে।মুখ্যমন্ত্রী মমতা বলেছেন আধ্যাত্বাবাদ o  সম্প্রীতির মিলন মন্দির হবে।জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে গড়ে তোলা হচ্ছে।মুখ্যমন্ত্রী বলেন বাঙালিরা এই এই নতুন তীর্থে বেড়াতে আসবেন।বলেন চৈতন্য দেবের আবেগ আছে। পুরীর জগন্নাথ দেবের সঙ্গে বাংলার  চৈতন্য দেবের সম্পর্ক ছিল।   ভবিষ্যতে দীঘার সমুদ্র  কিনারে   নবদ্বীপের মহাপ্রভুর   প্রতি মূর্তি  গড়ে তোলা হলে  আধ্যাত্মিক বৃত্ত  সম্পূর্ণ হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.