সততা আর মূল্যবোধ এই সমাজের প্রধান সমস্যা ,পর্যবেক্ষণ পদ্মশ্রী ইলিয়াস আলীর
অমল গুপ্ত ,গুয়াহাটি : অসম তথা দেশের জনবিস্ফোরণ নিয়ে চিন্তা ভাবনা করার দেশজুড়ে অভিমত তুলে ধরার অন্যতম বিশেষ ব্যক্তি ডাক্তার ইলিয়াস আলী। অসমের অনগ্রসর চর অঞ্চলের মানুষ অধ্যাবসায় কঠোর পরিশ্রম আজ সমাজের অন্যতম কন্ঠ পদ্মশ্রী ডাক্তার ইলিয়াস আলী। দেশে বিদেশে তিনি সমাদৃত।অসমের গ্লোবাল হাসপাতালের কর্ণধার তথা গুয়াহাটি মেডিকেল কলেজের প্রাক্তন প্রফেসর আলী কে দেশবাসী চেনেন একজন জন বিস্ফোরণ বিশেশাজ্ঞ হিসাবে। অসমের গ্রামাঞ্চলে গরীব শ্রমজীবী মানুষদের মধ্যে তিনি জন্মনিয়ন্ত্রণ নিয়ে নানা ব্যাখ্যা তুলে ধরে অপরেশন ব্যাবস্থা করেন। অশিক্ষিত সংরক্ষণ শীল মুসলিম পরিবার কে বুঝিয়ে অপারেশন এর ব্যাবস্থা করে দেশে সুনাম কুড়িয়েছেন। জনবিস্ফোরন নিয়ে তার মূলবান গ্রন্থ খ্যাতি অর্জন করেছে। আজ হাতিগাঁও গ্লোবাল হাসপতালে চেম্বার বসে বর্তমান সমাজের অধপতন অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। লন্ডন থেকে আমন্ত্রণ পাওয়ার আগে এই প্রতিবেদক কে এক সাক্ষাৎকারে বর্তমান স্মার্ট ফোনের নেতিবাচক দিক তুলে ধরে আবিষ্কারক মার্টিন কুপার যে মোবাইল আবিষ্কার করে হতাশ সেকথা উল্লেখ করে বলেন।এই মোবাইল বর্তমান প্রজন্ম কে ধংসের দিকে ঠেলে দিচ্ছে। আবিষ্কর্তা কুপার বলেছেন তিনি কি ভুল করেছেন।৯০ ছুঁই ছুঁই বয়সে আমেরিকা থেকে বিশ্ব বাসীর কাছে ক্ষমা চেয়েছেন। এই প্রেক্ষাপটে পদ্মশ্রী ইলিয়াস আলী বলেন বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা মূল্যবোধ ও সততার সমস্যা। এর অভাবে সমাজ অন্ধকারে তলিয়ে যাচ্ছে। সঙ্গে ব্যাপক দূর্নীতি , ব্যক্তিজীবনে ,জীবন চর্চা খাদ্যাভ্যাস প্রতি ক্ষেত্রে দূর্নীতি ,ব্যাপক দূর্নীতি সমাজকে গ্রাস করেছে। ৭০ পেরোনো বয়সীরা মূল্যবোধে বিশ্বাসী , তাদের কে এই অবক্ষয় সমাজকে সৎ পথে পরিচালনা করতে হবে।অভিভাবকের দায়িত্ব নিতে হবে নতুবা সমাজ কে রক্ষা করা যাবেনা। মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা নেই।সবুজ ধ্বংস চলছে বৃক্ষ রোপণ নেই পাহাড় প্রকৃতি নদনদী সব ধ্বংস দূষিত । আকাশ বাতাস সব কার্বন বিষ এর ধোঁয়া ,ভূগর্ভস্থ জল ফুরিয়ে হচ্ছে । একদিকে মূল্যবোধের অভাব অপরদিকে সবুজ ধ্বংস মানুষের মনে প্রাণে সর্বত্র দূষণ আর দূষণ।মানুষ নিঃশ্বাস নিতে পারছে না।
( এই প্রতিবেদকের লেখা" জল জঙ্গলের আত্মকথা "গ্রন্থ টি হাতে নিয়ে পদস্রী ডাক্তার ইলিয়াস আলী)








কোন মন্তব্য নেই