ভারতীয় রেলে কোনো সংস্কার নেই শুধুই দুর্ঘটনা আর মৃত্যুর হাতছানি
অমল গুপ্ত ,১১ মার্চ,কোলকাতা ,তৃনমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের রাজ্যে সভার সদস্য সুস্মিতা দেব রাজ্যসভায় ভারতীয় রেলের দুরবস্থা নিয়ে দুর্দান্ত বক্তব্য তুলে ধরেন।তিনি পরিসংখ্যান তুলে ধরে বলেন প্রতিদিন রেল দুর্ঘটনা নিহত আহত দের সংখ্যা বেড়েই চলছে।কোনো সংস্কার নেই। কয়েক লাখ রেলের শূন্য পদ পড়ে আছে পূরণ হচ্ছে না। রেলে নিয়মিত পরিদর্শন হয় না। বিগত দিনে ৫০ শতাংশ পরিদর্শন হয়নি। রেলের চরম অবহেলা , ভারতীয় রেল সংস্কার নেই। , নিরাপত্তা নেই। রেল মন্ত্রীর পদত্যাগ করা উচিত। বরাকের উন্নয়নে মাত্র ১০০ কোটি টাকা। বরাক ডেমোক্র্যাটিক ফ্রন্ট নেতা প্রদীপ দত্ত রায় অভিযোগ করেন বরাকের ৪৬ লাখ জনসংখ্যা বরাদ্দ মাত্র ১০০ কোটি টাকা। ডিসপুরের চরম বঞ্চনা। সুস্মিতা অভিযোগ করেন সর্বানন্দ বরাক মালটি লজিস্টিক পার্ক বানাবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। সাংসদ রাজদীপ রায় টুইট করে সেই খবর দিয়ে উল্লাস প্রকাশ করেছিলেন।
কোন মন্তব্য নেই