বাংলদেশে হিন্দু মহিলা শিশু রক্ষা করতে পারছেনা ইউনূস বাহিনী,লাগাম ছাড়া ধর্ষণ চলছে
অমল গুপ্ত ,কোলকাতা ১১ মার্চ : বাংলদেশে অরাজকতা চরমে উঠেছে।শিশু মহিলাদের উপর অত্যাচার ভয়ানক ভাবে বেড়ে গেছে।গতকাল মাগুরা অঞ্চলে ৮ বছরের শিশুর ধর্ষনের ঘটনা বাংলাদেশ কে নাড়িয়ে দিয়েছে। বাংলদেশে" প্রথম আলো" দৈনিক বাংলার সংবাদিক নাজনীন আখতার তার প্রতিবেদনে লিখেছেন জানুয়ারি মাসে ১০২৪টি ঘটনা ঘটেছে।জানুয়ারি থেকে জুলাই ১০,৭০৪ টি ধর্ষনের ঘটনা ,২০১৪ ডিসেম্বর পর্যন্ত প্রায় হাজার ধর্ষনের ঘটনা।সংবাদিক না জানালেও সিংহভাগ হিন্দু নারী ধর্ষনের শিকার হচ্ছে। ইউনূস সরকার চুপ।মাগুরা ,ঠাকুরগাঁও ,শেরপুর ,নরসিংদী , টাঙ্গাইল ,মির্জাপুর ,হবিগঞ্জ, কক্সবাজার ,সিলেট ,এমন কি গুলশন পর্যন্ত একাধিক শিশু নাবালিকা ধর্ষনের ঘটনায় হিন্দুরা আতঙ্কিত । ভয়ে কাঁটা।ইউনূস বলছেন সেরকম কিছু ঘটেনি।সব স্বাভাবিক।ভারত সরকার হিন্দুদের প্রতি দায়িত্ব পালন করছে না।
সুনাম গঞ্জে শিশু ধর্ষণে মসজিদের ইমামকে পুলিশ গ্রেফতার করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী লাগাতার ধর্ষনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে hot liner ব্যাবস্থা করেছেন। ইউনূস বলেছেন" ধর্ষনের ঘটনা বাড়েনি স্বাভাবিক আছে।"
কোন মন্তব্য নেই