কান্দি তে সাফাই কর্মীকে পুলিশ থানার ইনচার্জ পদে বসিয়ে সম্মান জানান হয়
নারী দিবসে সম্মান সাফাইকর্মীদের
মৌমিতা দাস : কান্দি জেল রোড : নারী দিবসে সম্মান জানাতে সাধারণ মহিলাকে থানার আইসি-র পদে বসিয়ে সম্মান দেওয়া থেকে মহিলা সাফাই কর্মীদের সম্মান জানানো সামাজিক বাধাকে উপেক্ষা করে পরিবারের পাশে দাঁড়ানো মহিলাদের সম্মান জানানো হয়েছে কান্দিতে। শনিবার কান্দি রাজ কলেজ ও কান্দি থানার তরফে দিনটি উদযাপিত হয়। এ দিন কান্দি রাজ কলেজ এক অনুষ্ঠানে যোগাসনে কৃতী ওই কলেজের এক ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। পুর এলাকায় আবর্জনার পরিষ্কারের কাজে সারাক্ষণ নিয়োজিত থাকেন এমন কুড়ি জন মহিলা সাফাই কর্মীকে সংবর্ধনা দেন কলেজ কর্তৃপক্ষ।
ওই কলেজের অধ্যক্ষ সোমা দত্ত বলেন মহিলার যে ভাবে নিজেদের সংসারের কাজ সামলে সমাজের কাজে এগিয়ে আসছেন এবং ঘরে -বাইরের কাজ সুন্দর ভাবে করছেন তাতে অন্য মহিলারা অনুপ্রাণিত হবেন। তাই এই বিশেষ সংবর্ধনা দেওয়া।
একই সঙ্গে এ দিন কান্দি থানার পক্ষ থেকে থানার মহিলা পুলিশ ও সিভিক ভলান্টিয়ার সমাজসেবী মহিলাদের নিয়ে একটি মিছিল হয়। এলাকার পাঁচ জন মহিলাকে চিহ্নিত করে তাঁদের সংবর্ধনা দেন কান্দি থানার আইসি মৃণাল সিংহ- সহ পুলিশকর্মীরা। দু'টি অনুষ্ঠানে হাজির ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার ও পুরপ্রধান জয়দেব ঘটক। থানায় সমাজসেবী মাধবী হাজরাকে ১০ মিনিটের জন্য কান্দি থানার আইসির পদে নিযুক্ত করে সম্মান দেন কান্দি থানার পুলিশ কর্মীরা।
মাধবী বলেন, "আমি একজন সাধারণ মহিলা। কান্দি থানার আইসি আমাকে যে সম্মান দিয়েছেন তা আমি কোনও দিন আশা করিনি। অপূর্ব বলেন, " মহিলারা এগিয়ে না এলে সমাজ পরিবার দেশ কোনও ভাবেই এগিয়ে যেতে পারবে না। বহু মহিলা সংসারের কাজ সামলে সমাজের অনেক ভাল কাজের সঙ্গে জড়িত থাকছেন। এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।এর আগে মৃণাল সিংহ গরীব মুসলিম যুবতীর বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন
কোন মন্তব্য নেই