Header Ads

৫ কোটি দিদিকে লাখপতি বানাবেন প্রধান মন্ত্রী মোদী

৫ কোটি 'লাখপতি দিদি'র লক্ষ্যমাত্রা দিলেন মোদী 

 চব্বিশের লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজের চারটি শ্রেণিকে বিশেষভাবে চিহ্নিত করে বলেছিলেন আমরা জন্য দেশে চারটি বৃহত্তম জাতি রয়েছে। মহিলা কৃষক গরিব এবং যুবক। রাজনৈতিক শিবিরের মতে তৃতীয় বার ক্ষমতায় আসার পর এই চার ভোটব্যাঙ্কর প্রতি তিনি এবং দল যে আরও যত্মবান হয়েছেন, তা একের পর এক বিধানসভা ভোটে সাফল্য প্রমাণ করছে। আজ তাই দিবসকে বড় ইভেন্ট-এ পরিণত করেছেন মোদী।
    আজ গুজরাতের নহসারি জেলায় বাংশী বোরসি গ্ৰামের এক জমায়েতে মোদী দাবি করেছেন গত এক দশকে তাঁর সরকার নারী সুরক্ষাকে অগ্ৰাধিকার দিয়ে এসেছে। নারীদের বিরুদ্ধে অপরাধের জন্য কঠিন আইন এনেছেন। নারী পুরুষের সমানাধিকার নিশ্চিত করার জন্য চেষ্টা করেছে। তাঁর কথায় একটি মেয়ে দেরিতে ফিরলে বাবা-মা জানতে চান। কিন্তু কোনও ছেলে একই কাজ করলে তাঁরা তা করেন না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.