Header Ads

উত্তরপ্রদেশের যোগীর রাজ্যে আবার সাংবাদিক হত্যা

নয়া ঠাহর  :অমল গুপ্ত ,কোলকাতা: উত্তরপ্রদেশের গনতন্ত্রের  চতুর্থ স্তম্ভ  সাংবাদিকদের জীবন জীবিকার নিরাপত্তা নেই। আবার গত শনিবার এক হিন্দি সংবাদ  পত্রের সাংবাদিক রাঘবেন্দ্র বাজপেয়ী   দুষ্কৃতী চক্রের জমি কেনা ধান কেনা সম্পর্কে একাধিক প্রতিবেদন পেশ করায় টেলিফোন হুমকি এসে ছিল।গত শনিবার প্রকাশ্যে রাজপথে তাকে গুলি করে হত্যা করা হয়।তিনি আর টি কর্মী হিসাবে কাজ করছিলেন। ভারতে সাংবাদিক হত্যায় এক নম্বরে আছে বিজেপি  শাসিত রাজ্যে উত্তর প্রদেশ।   হত্যা চলছে চলবে। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.