পাকিস্থান এ ট্রেন হাইজ্যাক ,বন্দি দুশো যাত্রী বহু হতাহত
নয়া ঠাহর ,কোলকাতা - পাকিস্থান নের রেল লাইন বিস্ফোরণ গুলিবিদ্ধ চালক, পাকিস্থানের কয়েটা থেকে পেশোয়ার লাইন দিয়ে জাফর এক্সপ্রেস যাওয়ার পথে কুনরি স্টেশনের কাছে 170টি টানেল মধ্যে দিয়ে ট্রেন টি চলছিল।বালোচ লিবারেশন আর্মি এই আক্রমণ চালায় পাক সেনার দাবি অন্তত - ২০ জন নিহত হয়েছে।ট্রেনটিতে ৩০০০ যাত্রী ছিল। আজও পাক সেনা আকাশ সেনা উদ্ধার অভিযানে নেমেছে।
কোন মন্তব্য নেই