Header Ads

দূষণ মাত্রায় ভারত পঞ্চম

দূষণ মাত্রায়
পঞ্চম ভারত 
 
 বিশ্বের সবচেয়ে দূষিত ২০টি শহরের মধ্যে ১৩টি রয়েছে ভারতেই। ২০২৪ সালের ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট -এ এমনটাই দাবি করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে বিশ্বের দূষিত দেশগুলির মধ্যে পঞ্চমে রয়েছে ভারত। দেশের সবচেয়ে দূষিত শহরের তকমা পেয়েছে অসম-মেঘালয় সীমান্তে থাকা বিরনিহাট। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। তবে প্রথম ২০-তে নেই কলকাতা। ১৩৮টি দেশের ৮,৯৫৪টি জায়গার বাতাসের গুণমান সূচকের উপরে ভিত্তি করে এই তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। রিপোর্টে ভুল আছে অসম মেঘালয়ের সংলগ্ন বার্নিহাট সবুজ পাহাড়ে আবৃত  কোথায় দূষণ।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.