Header Ads

কিঞ্চিৎ সাহিত্য সামাজিক গোষ্ঠীর অধিবেশন



*কিঞ্চিত*: আন্তঃরাষ্ট্রীয় সাহিত্য সামাজিক সংস্কৃতিক গোষ্ঠী ,

"দশম দ্বিবার্ষিক পূর্ণাঙ্গ অধিবেশন ২০২৫ "

*কেন্দ্র*:  হিতেশ্বৰ শইকীয়া অডিটরিয়াম ,পাণ্ডু , গুয়াহাটি।

*তারিখ: ৮ মার্চ,২০২৫ ইং* 
---------------------------------

সুদূর কলকাতা থেকে আমন্ত্রিত বিশিষ্ট শিল্পী ,গায়িকা,আবৃত্তিকার,কথাশিল্পী , কথাবাচক, সঞ্চালক, বেতার শিল্পী ....*সোমা দে*,যিনি পশ্চিমবঙ্গের  সাংস্কৃতিক -সাহিত্য ক্ষেত্রে  সর্বত্র " *কথাকলি*" নামে সুপরিচিত , তিনি  ৮মার্চ ২০২৫ ইং অসম প্রদেশের রাজধানী গৌহাটি শহরে অবস্থিত হিতেশ্বৰ শইকীয়া অডিটরিয়ামে অনুষ্ঠিত 'কিঞ্চিত 'আন্তঃরাষ্ট্রীয় সাহিত্য সামাজিক সংস্কৃতি গোষ্ঠীর ' *দশম দ্বিবার্ষিক পূর্ণাঙ্গ অধিবেশনে* উপস্থিত হলে কিঞ্চিত সমিতির তরফ থেকে উষ্ম সম্বর্ধনা জানানো হয়।

 অসমের স্বাভিমান সম্মানের প্রতীক ফুলাম গামছা পরিয়ে ,উত্তরীয় ,একটি স্মারক হাতে তুলে দিয়ে বরণ  করে নেন ' কিঞ্চিত গোষ্ঠী' র অন্যতম প্রতিষ্ঠাপক সেবিকা *শ্রীযূতা মনিকা ভৌমিক মহাশয়া*।

কথাকলি মহোদয়ার উপস্থিতিতে সাহিত্য -সংস্কৃতি প্রেমিক আসামবাসী ভীষন খুশী ও আনন্দ প্রকাশ করেন । মঞ্চে আসীন হবার পরে তিনি নারী দিবস সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য তুলে ধরেন,দুচারেক আবৃত্তি পরিবেশন করে জনতাকে মন্ত্র মুগ্ধ করতে সক্ষম হয়েছেন। 

*কিঞ্চিত গোষ্ঠীর* তরফ থেকে কথাকলি মহাশয়াকে অজস্র ধন্যবাদ,আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা জানান হয়।

( ডাঃ মানিক লাল ভৌমিক)
     *প্রধান সেবক*
      কিঞ্চিত গোষ্ঠী
বরপেটা রোড ,আসাম

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.