Header Ads

সাংবাদিক অমল গুপ্ত র "জল জঙ্গলের আত্মকথা " লাম ডিং শহরে উন্মোচিত হবে

নয়া ঠাহর ,গুয়াহাটি  ,১৮ মার্চ : বিগত ২২ ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাবে  সাংবাদিক অমল গুপ্ত র "জল জঙ্গলের আত্ম কথা" প্রকাশ পেয়েছে।  আগামী ২১ মার্চ কবি তা দিবসে অসমের  সংস্কৃতি মনষ্ক লা ম ডিং  শহরে কভার উন্মোচন করা হবে বলে সাংবাদিক স্বপন দাস জানিয়েছেন। এই  অনুষ্ঠানে বাংলার সাহিত্যিক গবেষক  সঙ্গীতজ্ঞ প্রণব  আচার্য  কে সম্বর্ধনা দেওয়া হবে।।  ছবিতে    গুয়াহাটি  এক ঘরোয়া অনুষ্ঠানে  সঙ্গীতজ্ঞ প্রণব আচার্য সঙ্গীত পরিবেশন করছেন  সঙ্গীত শিল্পী অভিলাষা চক্রবর্তী    ,সংবাদিক অরূপ চক্রবর্তী প্রমুখ উপস্থিত আছেন। অসমে  লামডিং  শহরে      জয়শ্রী আচার্যের সম্পাদনায়  মাসিক নয়া ঠাহর প্রকাশ পেয়েছিল। সেই পত্রিকাতে বিভিন্ন সময় প্রকাশিত   পরিবেশ বিষয়ক  রচনা   প্রকাশ পেয়েছিল।  পরে   ১৯ ৯৬  সালে  লাম ডিঙের   বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ দেবেশ চক্রবর্তী   সহযোগিতা  নিয়ে সাংবাদিক অমল গুপ্ত প্রথম পরিবেশ  বিষয়ক গ্রন্থ " বনে বনন্তরে"    গুয়াহাটি প্রেস ক্লাব থেকে প্রকাশ পায় সেই সময়ের  রাজ্যপাল লোকনাথ মিশ্র উন্মোচন করেন।  এই লা ম ডিং শহর থেকে  প্রাক্তন মন্ত্রী অর্ধেন্দু কুমার দে ,স্বপন দাস  ,বিজন সিংহ , হিমাদ্রি সরকার ,আশীষ চক্রবর্ত্তী , অমল গুপ্ত ,মন্টু  লাল আচার্য।     প্রমুখ  দের উদ্যোগে জেলার প্রথম বাংলা সাপ্তাহিক ঐকতান    প্রকাশিত হয়।  সেই ঐতিহাসিক শহর থেকে  সাংবাদিক অমল গুপ্তের সংকলিত  গ্রন্থ জল জঙ্গলের আত্মকথা   উন্মোচিত হবে।   মাসিক নয়া ঠাহর প্রকাশের পর  অমল গুপ্তের সম্পাদনায় গুয়াহাটি থেকে   নিরবিচ্ছিন্ন ভাবে"  নয়া ঠাহর " নিউজ পোর্টাল হিসাবে প্রকাশিত হচ্ছে  ১৭ বছর পূর্ণ হতে চলছে।  দেশ বিদেশের  ২৫ লাখের  বেশি পাঠক  বাংলা নিউজ পোর্টাল দেখছেন  ও পড়ছেন।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.