পৃথিবী ডুবলেও মানুষ বসতি গড়বে জলের নিচে
পৃথিবী ডুবলেও বেঁচে থাকবে মানুষ, এবার জলের নিচে বাড়ি!
সমুদ্রের নিচে ডুবুরি তো গিয়েছে বহুকাল আগেই। তবে স্থায়ীভাবে জলের নিচে ঘর করে থাকার পরিকল্পনাকে এবার বাস্তব রূপ দিতে চলেছেন ডিপ নামে একটি প্রতিষ্ঠান। যদি পৃথিবী পরবর্তীকালে জলের তলায় চলে যায় তাহলে পৃথিবীবাসীরা জলের নিচে যাতে বসবাস করতে পারেন সেজন্য আগাম এই ব্যবস্থা।
মনে করা হচ্ছে সমুদ্রের নিচে ২০০ মিটার পর্যন্ত একটি ঘর তৈরি করে সেখানে থাকার ব্যবস্থা করা হচ্ছে। সেখানে ৬ জন বা তার বেশি মানুষ থাকতে পারবেন। জলের তলায় যদি বিশালকায় প্রাণী এসে হামলা করে তাহলে সেখান থেকেও সকলকে বাঁচিয়ে রাখবে এই বাড়ি।








কোন মন্তব্য নেই