Header Ads

গনতান্ত্রিক অধিকার কে সঙ্কুচিত করার অভিযোগ

নয়া ঠাহর ,সংবাদদাতা:

বিডিএফ এর আহ্বানে আয়োজিত সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্টজনের উপস্থিতিতে গনতান্ত্রিক অধিকারকে সংকুচিত করা এবং সরকারি আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হল।

ইদানিং ইউএসটিএম এর আচার্য সহ বিভিন্ন ব্যাক্তির বিরুদ্ধে অনৈতিক এবং আগ্রাসী পদক্ষেপ ও গনতান্ত্রিক কন্ঠস্বর কে রুদ্ধ করার উদ্দেশ্যে সরকারি তরফে যেসব পদক্ষেপ গৃহীত হচ্ছে তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গৃহীত হল শিলচর পেনসনার্স ভবনে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর আহ্বানে আয়োজিত  সভায়।

এদিনের সভায় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি তথা বরাকের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট ব্যাক্তিবর্গরা অংশগ্রহণ করেন। বক্তারা বিচার ব্যাবস্থাকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এবং গনতান্ত্রিক অধিকার খর্ব করে ইউ এস টি এম আচার্য মহবুবুল হককে যেভাবে হেনস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে তাদের ক্ষোভ ব্যক্ত করেন। শুধু তাই নয় ,সামাজিক মাধ্যমে কোন সরকার বিরোধী পোষ্ট অথবা গনমাধ্যমে নিজস্ব মতামত ব্যক্ত করলে পুলিশ প্রশাসন তথা সরকার যে ধরনের আগ্রাসী পদক্ষেপ নিচ্ছে, গনতন্ত্র তথা ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে তা এক অশনি সংকেত বলে এদিন মত ব্যক্ত করেন উপস্থিত বিশিষ্টজনেরা। তাঁরা বলেন কেউ দোষী অথবা নির্দোষ তা প্রমানের আগেই গ্রেফতার সহ পুলিশি হেনস্থা করে গনতন্ত্র তথা বিচার ব্যাবস্থাকে প্রহসনের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। জাতিধর্ম নির্বিশেষে সবাইকে এসবের বিরুদ্ধে সরব হতে হবে বলে এদিন মতামত উঠে আসে।

নিন্দা প্রস্তাব গ্রহনের পাশাপাশি এদিনের সভায় এই বিষয়ে রাজ্য তথা কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া বর্তমান সামাজিক এবং রাজনৈতিক অব্যবস্থার প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আগামীতে একটি বৃহত্তর নাগরিক সভা আয়োজন করার সিদ্ধান্তও এই সভায় নেওয়া হয়েছে।

এদিনের সভায় ফোরাম ফর স্যোশাল হারমনির পক্ষ থেকে অরিন্দম দেব এবং স্নিগ্ধা নাথ,হিজবুর রহমান চৌধুরী, সিআরপিসির পক্ষ নজমুল হক মজুমদার, সোসাইটি ফর ব্রাইট ফিউচারের পক্ষ থেকে আজমল হোসেন লস্কর,কথা বিকল্প পরিবারের পক্ষ থেকে আদিমা মজুমদার,আমসুর পক্ষ থেকে বাহারুল ইসলাম ও সাদিক আখতার,বিডিএফ এর পক্ষ থেকে আইনুল হক মজুমদার, হৃষীকেশ দে, জয়দীপ ভট্টাচার্য, আবু সুফিয়ান,দায়েদ হোসেন বড়ভুইয়া,এনাম উদ্দিন লস্কর,এস আহমেদ,হাসান জামান লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডিএফ এর পক্ষ থেকে দেবায়ন দেব এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.